আমাদের কথা খুঁজে নিন

   

মানুষ এতো খবর রাখবে কোথায়

মানুষ এতো খবর রাখবে কোথায় আজম মাহমুদ কোন অনাদিকালে কোন মানুষ প্রথম পড়েছিলো প্রেমে- কার বুক প্রথম কেঁপে উঠেছিলো প্রথম দর্শন প্রেমিকার মানুষের তা জানার কথা নয়। ঠিক এইরকম ভাবে এও জানার কথা নয় কেমন প্রবল শিহরণে কেঁপেছিলো আমার প্রেমময় বুক তোমাকে প্রথম দেখার মুহূর্ত্বটায়। আর এটাও জানার কথা নয় কিরকম আগুনে জলছে হৃদয় অবিরাম প্রেম হারানোর বেদনায়। এসব খুব গোপন কথা, গোপন ব্যথাও বটে। মানুষ শুধু জানে- কিভাবে একটা রাশি অদৃশ্য থাকলেও ‘মনে করি’ ধরে ঠিকঠাক অংকটা করে ফেলা যায়। কিভাবে ভবিষ্যতের আলোবাতিতে আরও রোশনায় আনা যায়। মানুষ এতো খবর রাখবে কোথায়, হৃদয় যদি ভরে থাকে অযথা প্রেমের বন্যায়! ০৬.০৮.২০১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.