আমাদের কথা খুঁজে নিন

   

চাচা এই বৃদ্ধ বয়সে রিকসা চালান কেন?

(কম্পিউটার) এ আমার ভীষণ আগ্রহ। এই কয়েকদিন আগে রাত প্রায় ১০ টার দিকে রিকসায় করে বাসায় ফিরছিলাম রিকসা চালক ছিলেন প্রায় ৭০-৭৫ বছর বয়সের একজন বৃদ্ধ লোক। মনে মনে ভাবলাম এতো বৃদ্ধ বয়সের একজন লোক রিকসা চালাচ্ছেন কেন? ওনার তো এখন ঘরে বসে আরাম করার কথা তো দেখি কিছু জানতে পারি কি না! আমি তাকে জিজ্ঞেস করলাম চাচা আপনি এই বৃদ্ধ বয়সে রিকসা চালাচ্ছেন কেন ?! ছেলে পুলে কেউ নাই? উনি কিছু বল্লেন না একটু পর বুকের গভীর থেকে একটি দীর্ঘ শ্বাস ফেলে বেদনা জড়িত কন্ঠে বল্লেন, কি করব বাবা বড় ছেলেরে এই রিকসা চালাইয়াই অনেক কষ্ঠে আই এ পর্যন্ত পড়াইছিলাম আই এ (ইন্টার) পাশ করার পর ও একটা এনজিওতে চাকরি পায়, চাকরি পাওয়ার পর ও আর বাড়ীতে আসেনা এই বুড়ো বাপটা মরে গেছে নাকি বেচে আছে একবার খোঁজ নিলনা, কয়েকদিন পর আমি নিজেই খোঁজ খবর করি শেষে জানতে পারি ছেলে আমার বিয়া করছে, বিয়া করছে ভালো কথা আমি কি না করছি বিয়া করতে, অতচ এই বাপটা কতো কষ্ঠ কইরা লেখাপড়া করাইলো সেটা একবার চিন্তা করলোনা, সেই থেকেই বুকে পাথর বাঁধা, আর আরেকটা ছেলে বর্তমানে কলেজে লেখাপড়া করে। তখন আমি বল্লাম চাচা আপনার ছোট ছেলে কি জানে আপনে যে রিকসা চালিয়ে তার পড়ালেখার খরচ যোগান তিনি বল্লেন হ্যাঁ জানে তখন আমি আবার বল্লাম একটারে তো লেখাপড়া শিখাইছিলেন এই ছেলেটা যদি সেটার মতো হয়, উনি বল্লেন বাবা আমি আমার দায়িত্ব পালন করে যাইতেছি ওরা যদি ওদের দায়িত্ব পালন না করে তো আমার আর কি করার আছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।