আমাদের কথা খুঁজে নিন

   

একজন দাঁড়িপাল্লা ও বিবেক নিয়ে কিছু কথা ...

ধর্ম মানুষের সুন্দর এবং পবিত্রতম একটা ব্যাপার যা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। কোনো ধর্মই তো বলে না খারাপ কাজ করতে। ধর্মে যারা বিশ্বাস করে না তারাই তো নাস্তিক। প্রত্যেক যুগেই কিছু নাস্তিক ছিল এবং এখনও আছে। জোর করে তো আর কাউকে ধার্মিক বানান সম্ভব নয়, এটা আসে মানুষের মন থেকে।

কেউ একজন নাস্তিক হতেই পারে। কেউ একজন আল্লাহ্‌ তে বিশ্বাস নাই করতে পারে, এর মানে এই নয় যে অন্য একজন যে আল্লাহ্‌ ও তার রাসুল কে বিশ্বাস করে তার অনুভুতি নিয়ে খেলতে হবে। ইসলাম তো বলে না, জোর করে কাউকে মুসলমান বানাতে, বরং ইসলাম তো এটাই বলে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না । ধর্ম বিষয়টি মানুষের চরম দুর্বলতম একটা অনুভুতি, এটা হাসি তামাসার বিষয় নয়। একজন মানুষের বাবা কিংবা মাকে নিয়ে বাজে কথা বললে যেমন গায়ে আগুন ধরে যায় তেমনি রাসুল(সাঃ) কে নিয়ে বাজে কথা বা খারাপ প্রতিকৃতি আঁকলে প্রকৃত মুসলমানদের গায়ে আগুন লেগে যাওয়াটাই স্বাভাবিক, ধর্মীয় অনুভুতিতে চরম আঘাত লাগাটাই স্বাভাবিক।

মানুষ এবং পশুর মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হচ্ছে মানুষের বিবেক আছে কিন্তু পশুর তা নেই। যে মানুষটি নাস্তিক তার কি বিবেক বলে কিছুই নেই ? সে কি মানুষ নয়? নাকি সে মানুষরূপী পশু ? এই পশু দাঁড়িপাল্লার কি বিবেক বলে কিছুই নেই ? সামহয়ারইন ব্লগে ব্যান খেয়েও এই পশুটার বিবেক জাগ্রত হয়নি। তাই তার ফেসবুকে কভার পিকচারে এখনও সেই ছবি লটকানো আছে। মুসলমান প্রধান একটা দেশে এখনও সে কি করে এই পিকচার দিতে পারে ? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.