আমাদের কথা খুঁজে নিন

   

একজন আস্তিকের নাস্তিকদের প্রতি আবেদন

আমি একজন আস্তিক। তবে আগা গোড়া না। মানে কম বয়সে ফ্যাশান নাস্তিক ছিলাম কিছু দিন। আজ এই পোষ্ট লেখার সময় বেশ ভয়ে ভয়ে লিখছি। কারণ নাস্তিকতার পক্ষে লিখলে একটা লাইক থাকলেও নির্বাচিত পাতায় যাওয়া যায় আর আস্তিকতার বিষয়ে লিখলে ব্যান খাওয়ার একটা তীব্র সম্ভবনা থেকে যায়।

এর কারণ বোদহয় মডুদের একজনও আস্তিক নেই। যাই হোক সামুতে লেখে যেহেতু পেটের ভাত যোগাই না,তাই লিখছি। নাস্তিক ভাইদের বলছি,আমি কোন ক্যাচাল পোষ্ট দিচ্ছি না। তাই কেই গালি দিলে কমেন্টস ডিলিট করে দিব। যা বলছিলাম,আমিও এক সময় ফ্যাশান নাস্তিক ছিলাম এবং অন্য ৮-১০জন নাস্তিকের মতো শেষ ঠিকানা আবার ধর্মের মধ্যেই আসলাম।

আমার যত বন্ধুই নাস্তিক ছিল,সবারই মোটামুটি এক দশা। সে যাই হোক,আমি খাটি মুসলিম না। এর মানি ইসলামের সব কিছু মেনে চলা হয়ে উঠে না শয়তান বা অলসতার পাল্লায় পড়ে। আমি মনে প্রানে বিশ্বাস করি ইসলাম সত্যি এবং সর্বোসেরা ধর্ম। কিন্তু আমার কিছু ব্যাপারা হুজুরদের সাথে দ্বিমত আছে, যেমন শুধু মাত্র মুসলিমরাই বেহেস্তে যাবে।

আমার ধারণা যারাই ভাল কাজ করবে তারাই বেহেস্তে যাবে। সে যেই ধর্মেই হোক। কিন্তু নাস্তিকরা মনে হয় যাবে না। কারণ তারা ভাল কাজ করতে পারে না। কেননা,তারা স্বর্গ-নরকেই বিশ্বাস করে না।

আর যারা পরকালে বিশ্বাস করে না। তারা কোন দু:খে ভাল কাজ করতে যাবে। কারণ তারা খুন করলেও তাদের একটাই চিন্তা থাকবে কেউ দেখল কিনা। যদি না দেখে তাহলে খুন করতেও দ্বিধা বোধ করবে না। যেহেতু এমন মানুষ না দেখার খারাপ কাজ করার অনেক সুযোগ,তাই তারা প্রতিনিয়ত করে যাবে।

সমস্যা আসলে অন্য জায়গায়,নাস্তিকরাও মনে প্রানে একজনও নাস্তিক হতে পারে না। তার প্রমাণ দিচ্ছি। নাস্তিকরা, নিজেরা নাস্তিক মানুষকে বার বার শুনায় এবং আস্তিকদের আক্রমণ করে। কেননা,তারা ভয় পায় না জানি সে আবার আস্তিক হয়ে যায় নাকি। আর আস্তিক হলে তো এখন যেসব খারাপ কাজ করছে সেসব আর করতে পারবে না।

নাস্তিকতা তো কোন ধর্ম নয় যে তাকে প্রচার করে বেড়াতে হবে। এখন সবাই ইসলামকে আক্রমন করছে। কেননা,তারাও জানে এটাই বেস্ট ধর্ম। হিন্দু ধর্মেতো অনেক অসংগতি আছে। আমাদের নাস্তিক ভাইরা তো দেখিনা হিন্দু ধর্মকে আক্রমণ করতে।

তাদের আক্রমনের মূল টার্গেটই মুসলিমরা। কোন নাস্তিকের কাছ থেকে এর কোন গ্রহণ যোগ্য ব্যাখ্যা পাই নেই। নাস্তিকদের ব্যাপারে আমি রবী ঠাকুরকে না টেনে পারছিনা। তিনি বলেছিলেন,বুঝলাম ইশ্বর নেই। কিন্তু ইশ্বর যদি থেকে খাকে তাহলে নাস্তিকদের কি অবস্থা হবে? যাই হোক,আমি নাস্তিকদের মতো অতো পন্ডিত না।

নাস্তিকদের আস্তিক বানানোও আমার টার্গেটনা। আমি মনে করি যে যার বিশ্বাস নিয়ে থাকবে। আমার নাস্তিকদের কাছে একটাই আবেদন আপনারা আপনাদের বিশ্বাস নিয়ে থাকেন। কেন অন্যকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন?আর যদি এতোই আপনাদের পন্ডিত্ব জাহির করতে চান,ইসলামকে আক্রমন না করে সব ধর্মের সমালোচনা করুণ। ইসলামের উপর আপনাদের এতো রাগ কেন?নাকি অন্য কোন পয়সা টাকার ব্যাপার আছে? নাস্তিকদের কাছে শেষ আবেদন ইসলামকে নিয়ে কুতসিত মন্তব্য থেকে দূরে থাকুন এবং অন্যের ধর্মের অনুভূতিতে আঘাত করবেন না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.