আমাদের কথা খুঁজে নিন

   

ইসলামের প্রতি ভালবাসার বহিঃপ্রকাশ প্রতিবাদের সরূপ কেমন হওয়া উচিত

আমি আমাকে খূঁজে ফিরলাম কটাদিন আমি দূর্বল ঈমানের লোক নাকি মুসলিম হিসেবে গর্ববোধকারী একজন সত্যিকারের ঈমানে বলিয়ান একজন মানুষ? আমি উত্তর খূঁজে পাইনা । আমাদের প্রানাধিক প্রিয় রাসূল (সাঃ)কে নিয়ে কেউ কুটুউক্তি করবে আমার বিশ্বাস পৃথিবীর সবচেয়ে দূর্বল মানুষটিও এটা মেনে নিবেনা। রাসূল (সাঃ) শ্রেষ্ঠত্ব নিয়ে বিধর্মী মহা মনীষিরাই সর্বোচ্চ আসনে স্থান দিয়েছেন। আর কোথাকার কোন মূর্খ কি বলল আর কি করল তা নিয়ে আমাদের প্রতিক্রিয়ার ধরন কি এমনই হওয়া উচিত? কিন্ত আমার প্রশ্ন হল রাসূল (সাঃ)এর জীব্দশায় কি কুটুউক্তি হয়নি ওনার শরীর থেকে কি রক্ত ঝড়েনি এর উত্তর কি নিরিহ মানুষের রক্তপাতের মাধ্যমে হয়েছিল?নিরপরাধ মানুষের জানমালের কোন ক্ষতি করার অধিকার কি আমাদের আছে? যদি তায়েফের প্রান্তরে রক্তাক্ত হয়ে অভিসম্পাত না করে হিদায়াতের জন্য মহান আল্লাহ কাছে প্রার্থনা করতে পারেন তাহলে আমাদের কাছে তার সুন্নাহের কি নজির আমরা পেলাম আমরা আজ কি করছি। তার প্রতি আমাদের ভালবাসা যত গভীর তার কৃতকর্মের প্রতিচ্ছবি আমাদের প্রাত্যহিক জীবনে তত গভীর ভাবে ফুঁটে উঠা উচিতনা? তার জীবনের মানবীয় গুনাবলীর কত শত উদাহারন পথে সেই কাঁটা দেয়া বুড়ির অসুস্থাবস্থায় সেবা করা থেকে শুরু করে বিদায় হজ্জে বিশ্ব সাম্যের যে জয়োগান তা ভূলে গিয়ে আমরা কেমন করে উগ্র পন্থা অনুসরণ করি।

ইসলামের কোথাও উগ্রপন্থার কোন সুযোগ নাই। আমরা কি কুকুরের ন্যায় অধম পথ অনুসরণ করব?একজন মূর্খের প্ররোচোনায় আমরা আমাদের রাসূল (সাঃ)জীবনাদর্শকে ভূলে যাবো? আমরা আজ উগ্রপন্থা গ্রহনে যতটা উদগ্রীব আমরা কি একবারও ভেবে দেখেছি আমাদের মসজিদ গুলো আজও জনশূন্য থেকে যায় ফজরে আমরা কি একবারও উদগ্রীব হয়েছি অন্ন বস্রহীনের পাশে দাড়াতে? আমরা কি একবারও ভেবে দেখেছি হালাল হারাম কতটুকু আমার জীবনে আছে? আমরা প্রতিবাদের নামে নিরিহ কোন মানুষের জানমালের ক্ষতি করার নূনতম অধিকার মহান আল্লাহর কাছ থেকে পেয়েছি। আইন নিজের হাতে তোলার কোন অনুমোদন কি ইসলাম আমাদের দিয়েছে? আজ এই প্রতিবাদের কারনে যদি একটি প্রানিও ভূক্তভোগী হয় এর দায়ভার কার? রাসূল (সাঃ)এর শিক্ষা কি এই ছিল? সবচেয়ে বড় বিষয় যা তা হল মহান আল্লাহ যিনি পরাক্রমশালী যিনি সকল ক্ষ্মতার অধিকারী যিনি সবকিছু যানেন তার কাছে ফরিয়াদ না করে আমরা কেন আমাদের মন গড়া পথ অনুসরন করছি আমরা কি পেরেছি সারা বিশ্বের সকল প্রতিবাদের বিনিময়েও কোনরকম দুঃখ প্রকাশ আদায় করতে? আন্দোলনের নামে দাবী ফরিয়াদ করছি জালিম রাষ্ট্র প্রধান প্রশাসনের কাছে। একজন মুমিনের সকল চাওয়া পাওয়া দাবী তো মহান ক্ষমতার মালিকের কাছেই হোওয়া উচিত। সকলের শুভ বুদ্ধির উদোয় হোক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.