ছবি তোলা আমার প্রফেশন নয় শখ বলতে পারেন। আমার নতুন ক্যামেরাতে তোলা কিছু ছবি আপনাদের সাথে শেয়ার দিলাম, সাথে সাথে মার্কিং করার ভারও আপনাদের হাতেই তুলে দিলাম। আশা করি খারাপ লাগবে না আপনাদের কাছে। ভালো লাগলে অবশ্যই জানাবেন। আর খারাপ লাগলেও জানাতে কোনো দ্বিধা বোধ করবেন না যেনো।
১। এই ছবিটি যখন তুলছিলাম তখন এই বাড়ির মালিক মহিলা হন্ত দন্ত হয়ে ঘর থেকে বের হয়ে আসেন আর ছবি তুলতে বারন করেন। তাই এই একটা ছবি তোলার পরেই ঐ যায়গা থেকে বিদায় নিতে হয়।
২। অনেক দূর থেকে তুলা একটি ছবি।
আমি ছিলাম ব্রীজের উপর। ক্যামারার প্রায় ১৮০মিমি জুম ব্যবহার করেছি ছবিটি তোলার সময়।
৩। খুব সাধারন একটি ছবি। শুধুই ঝরা পাতা!!!
৪।
রাস্তার মাঝখানে আইল্যান্ডের উপরের শোভাবর্ধনকারী ফুল। ঢাকার রাস্তায় এরকম ফুল গাছ লাগালে কেমন হত বলুন তো?
৫। আহ সূর্যাস্থ। সূর্যাস্থের সময় সূর্য জেনো আকাশটাকে তার আপন ক্যানভাস বানিয়ে ফেলে। আর তার ঝুড়ি থেকে বের করে রঙের ফুলঝুরি।
তারপর শুধুর রঙের আচড় ঐ নীল ক্যানভাসে।
৬। নাম না জানা বেগুনী ফুল।
৭। নাম না জানা হলুদ ফুল।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।