আমাদের কথা খুঁজে নিন

   

প্রপোজ ডে অফ বুয়েট !!! এইটা কি শুনলাম !!

একুশ আমার অহংকার....... প্রপোজ ডে অফ বুয়েট ... গতকাল রাতেই খবরটি ছড়িয়ে পড়েছে । বুয়েটিয়ানদের মাঝে চাপা উত্তেজনা কাজ করছিল । বিশেষ করে জুনিয়র ব্যাচের মেয়েদের । যাদের জি এফ আছে অথবা কাউকে পছন্দ করে , এমন ছেলেদের মনে ছিল উদ্বেগ । শেষ পর্যন্ত বড় ভাইয়ের হাতেই তাদের পছন্দের মানুষকে কে উৎসর্গ করতে হয় কিনা, এই ভেবে ।

চোখের সামনে এই কষ্ট কেমন করে সহ্য করবে, তাই নিয়ে চিন্তিত। অন্যদিকে ছাত্রীদের সারারত অস্থিরতায় কেটেছে । খবর শোনার পর পরই তারা বোট্যানিক অ্যারোমার পুরো প্যাক শেষ করে ফেলেছে । আগামিকাল কিভাবে সাজুগুজু করবে , কোন ড্রেস পড়বে এই চিন্তায় বিনিদ্র রজনি যাপন করে । অবশেষে সকাল বেলা উঠেই সেজেগুজে বেড়িয়ে পড়ে বুয়েট ক্যাম্পাসে ।

অন্যদিনের তুলনায় ক্যাফের আশেপাশে মেয়েদের আনাগোনা বেশি ছিল। কতগুলো সুন্দরী মেয়ে গ্রুপ ধরে এসে বসে ছিল অডিটোরিয়াম এর সামনে । এমন একটা ভাব যেন তারা কিছুই জানে না । এমনিই বসে আছে । ভাইয়ারা এসে প্রপোজ করে আর তারা লজ্জায় লাল হয়ে ওঠে ।

একি হচ্ছে এসব ! আজব তো । যেন তারা অবুঝ । ধারনা করা হয় , এদের সবাই সিঙ্গেল। বয়ফ্রেন্ডের আশায় বসে আসে । প্রকৃতপক্ষে এরা বেশির ভাগই প্রেমে অভিজ্ঞ ।

সম্পর্কে আবদ্ধ । তারা আসলে এসেছে যাচাই করতে , তাদের জন্য কত ছেলে পাগল । মেয়েদের মদ্ধ্যে প্রপোজ পাওয়া একটা ক্রেডিটের ব্যাপার । যে মেয়ে যত বেশি অফার পাবে , তার অবস্থান তত উপরে । এ নিয়ে তাদের মাঝে কৃত্তিম গর্বও আছে ।

নিজেদের অবস্থান জানার জন্যই তারা এসেছে । সব মেয়ে ফুল নিলেও তারা কেউ মন দেয় নি । তাই এত এত প্রপোজ এর পরেও কোন কাপল তৈরি হয়নি ............ "এমন অদ্ভুত বিকৃত অনুষ্ঠান বুয়েটিয়ানদের মস্তিস্ক থেকেই উদ্ভুত হওয়া সম্ভব" বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী । অসম্ভব আনন্দ আর হাস্যরসের এই অনুষ্ঠান, বিকৃত মানসিকতা ছাড়া আবিস্কার করা সম্ভব না । তাই বিকৃত হতে পেরে ধন্য বুয়েট এবং বুয়েটয়ানরা ।

 ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।