দুষিছে সবাই, আমি তবু গাই শুধু প্রভাতের ভৈরবী! সামু ব্লগে যারা আছেন তাদের মধ্যে অনেকেই তো জীবনে প্রপোজ করে জীবন টা এগিয়ে নিয়ে গেছেন আবার অনেকেই হয়ত করব ভাবছেন কিন্তু করতে পারছেন না । নিচে আপুদের কে প্রপোজ করার ১৩টা উপায় দেওয়া হল দেখুন তো কারও সাথে মিলে কিনা বা কারও উপকারে লাগে কিনা।
##ব্ল্যাকমেইল স্টাইলঃ আমি তোমাকে ভালবাসি। তুমি হ্যাঁ বললে তো ভালো। কিন্তু না বললে তখন অন্য মেয়ে খুঁজতে হবে।
আর সেটা তোমার বোন ও হতে পারে !!
## ডাইরেক্ট স্টাইলঃ শোনো মেয়ে, আমি কোনো রকম ভূমিকা-টূমিকা না করে একেবারে সোজাসুজিভাবে তোমাকে একটা কথা বলে দিতে চাই। আমি তোমাকে ভালোবাসি।
## মাস্তানি স্টাইলঃ ওই মাইয়া, ভালবাসা দিবি কি-না, বল!(চাকু/বন্দুক দেখিয়ে)
## যুক্তিবাদী স্টাইলঃ আমি তোমার ছোট ভাইকে ভালোবাসি। তোমার ছোট ভাই তোমাকে ভালোবাসে। অতএব, যুক্তিবিদ্যার নিয়মে কি হয়? বাকিটা তুমিই বল !!
## চালাক স্টাইলঃ তুমি কি জানো, আমাদের জাতীয় সংগীতের দ্বিতীয় লাইন টা কি??
## রসিক স্টাইলঃ Excuse me! আমি তোমাকে প্রপোজ করতে চাই।
please অনুমতি দাও।
## হিজড়া স্টাইলঃ এই দুষ্টু মেয়ে। তুমি এ কি জাদু করলা? তোমাকে দেখলে আমার হার্টবিট বেড়ে যায়। আবার তোমাকে না দেখলে অস্থিরতা মরে যাই। তুমি কি জানো? আমি তোমাকে অনেননননননননন….ক ভালোবাসি।
## ডিজুস স্টাইলঃ Hi,wassup sweet heart ? , wanna be maa lavaa,actually I am in love with u !
## ভীতু স্টাইলঃ ইয়ে মানে!! ইয়ে মানে !!! আমি মানে ! আমি মানে তোমাকে ,......। ( আর বলা হয় না )
##গায়ক স্টাইলঃ গানের গলা ভালো হলে একটা গান গেয়ে বলতে পারেন… “এত ভেবে কি হবে? ভেবে কি করেছে কে কবে? ভাবছি না আর, যা হবে হবার। এত দিন বলিনি, তুমি জানতো আমি এমনি…… ভালবাসি !!”
##দেবদাস স্টাইলঃ কেউ আমাকে ভালবাসে না। এ জীবন আমি রাখবনা। তোমার কাছে বিষ হবে? আমায় বিষ দাও।
আমায় বিষ দাও। (কান্নায় ভেঙ্গে পড়ুন)
##কাব্যিক স্টাইলঃ কবি কবি ভাব থাকলে ২ লাইন কবিতার মাধ্যমে প্রপোজ করতে পারেন !! আশা করি এই টুকলিফাই এর যুগে কবিতার অভাব হবে না!!
## অনুভূতিহীন স্টাইলঃ তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। এখন তুমি আমাকে পছন্দ না করলেও আমি পাঁচতলা থেকে লাফ দিবো না, বিষ খেয়েও মরবো না। যদি আমাকে তোমার পছন্দ হয়, তাহলে বল। """
এর মধ্যে থেকে বেছে নিন আপনার পছন্দ মত।
আর কারও জীবনের সাথে মিলে গেলে জানাতে ভুলবেন না কিন্তু।
বিঃদ্রঃ স্টাইল গুলো ফেসবুকে বন্ধুর পোষ্ট হতে সংগ্রহীত। লেখাটির মূল লেখক কে তা এখন জানি না। যদি কারও কপিরাইট ভেঙ্গে ফেলি তাহলে নিজ গুনে ক্ষমা করবেন। মূল লেখক সামু ব্লগে থাকলে একটু সাড়া দিবেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।