পদার্থবিজ্ঞান ভালো লাগে, খানিক প্রোগ্রামিং জানি, অনেকগুলো আইটেম রান্না করতে পারি, কলেজ ২য় বর্ষ, সিঙ্গেল, বই পড়ি, মোবাইল ব্যবহার করিনা, কোনো উচ্চাশা নাই। অহ হ্যা, র্যাশানালিস্ট!
এক বন্ধুর আইডিয়া এটা, আমি খানিক পড়াশুনা করে ব্লগাইতেসি।
বিবর্তনের প্রাকৃতিক নির্বচনে প্রকৃতি সব সময় উপযুক্ত পরিবেশ বেছে নিতে চেষ্টা করে। মেয়েলী হরমোনগুলোও এর বাইরে না। ধারনা করা হয় অস্ট্রোজেন নামক এক ধরনের হরমোন মেয়েদের সেক্স আকাঙ্ক্ষা নিয়ন্ত্রন করে থাকে।
মেয়েরা পিরিয়ড শুরু হওয়ার আগে সব থেকে বেশী ফারটাইল থাকে। এবং যেহেতু জীবের অন্যতম বৈশিষ্ট হচ্ছে রি-প্রোডাকশন বা বংশবৃদ্ধি তাই বির্তনীয় অভিজ্ঞতা থেকে মেয়ের মস্তিস্ক জানে ঠিক এ সময়টাই আমার রি-প্রোডাকশন ক্ষমতা ব্যবহার করার উপযুক্ত সময়। তাই এসময় লাভ হরমোন, বিশেষ করে অস্ট্রোজেন অধিক পরিমানে নির্গত হয় এবং অন্য যেকোনো সময়ের থেকে বেশী যৌন উত্তেজনা বহিত হয়।
প্রেম উন্নত জীবদের মেটিং স্ট্রাটেজী, এর মাধ্যমে খুজে নিতে চেষ্টা করে একজন নির্ভরযোগ্য সঙ্গীকে। তাই পিরিয়ড শুরু হওয়ার ঠিক আগে থেকে শুরু হওয়ার কয়েক দিন পর্যন্ত অপেক্ষাকৃত বেশী আকর্ষন অনুভব করে।
জীব বিজ্ঞানে আমার বরাবরই আগ্রহ ছিলো না, তাই এর বেশী কিছু লিখতে ইচ্ছে করছে না। গুগল করলে আরো বিস্তারিত জানতে পারবেন।
ধন্যবাদ
বি:দ্রঃ হালকা রসাত্নক মন্তব্য করা যেতে পারে কিন্তু আপত্তিকর কিছু লিখবেন না। আমি মজার মধ্যে দিয়ে একটা জীববিজ্ঞানের লেখা লেখার চেষ্টা করেছি।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।