দুঃখ সুখ, অহম খেলা খেলছে মানুষ, যখন তখন, বাঊন্ডুলে, ভাবনা গুলোয় বিভোর আমার, আপন ভুবন। শহর জুড়ে ফ্লাইওভার উদ্যোগটা ভালো, প্রশ্ন হল দেখবো কবে বাস্তবায়নের আলো। কাদের ভাই ভালো লোক দিলাম তারে লাইক, পাঙ্খা হয়ে ফ্লাইওভারে কবে চলবে বাইক। কয়দিন পরেই হয়ত হবে সরকারটা চেঞ্জ, তখন আবার সব প্রকল্পের বেড়ে যাবে রেঞ্জ। আর্জি করি কাদের ভাই দ্রুত ইতি টানুন, অতিতের খাম্বার মত তৈরি হবে ফ্লাইওভার মামুন। আমার এই সপ্ন শহর জর্জরিত জেমে, আম জনতা চলতি পথে যায়যে ভিজে ঘামে। ফ্লাইওভার হলে চালু জেমটা যদি কমে, প্রেয়সী ঢাকার ছবি আঁকবো হৃদয় ফ্রেমে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।