... গত ছয় মাসে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে কোনো বাংলাদেশি নিহত হয়নি বলে দাবি করেছে ভারতীয় হাইকমিশনার পংকজ শরণ।
বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে মিট দ্য প্রেস অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে সে এ দাবি করে।
গত এপ্রিল থেকে বুধবার পর্যন্ত বিএসএফ-র হাতে পাঁচজন হত্যার শিকার হয়েছে- এমন প্রশ্নের জবাবে সে বলে, “আমার কাছে এমন কোনো তথ্য নেই। একটি হত্যাকাণ্ডকেও বৈধতা দেওয়া যায় না। ”
“সীমান্ত হত্যা একদিনে সমাধান করা যাবে না।
হাজার বছর ধরে সীমান্ত অঞ্চলের গ্রামগুলো গড়ে উঠেছে। এ গ্রামগুলোর মধ্যে দিয়েই সীমান্ত রেখা নির্ধারিত হয়েছে। এ কারণে সমস্যা হচ্ছে,” যোগ করে সে।
কত বড় মিথ্যুক হলে এমন নির্লজ্জ মিথ্যাচার করতে পারে ? অথচ এই মঙ্গলবার রাতেও এই মহাসন্ত্রাসী, জালিম, মালাউন বিএসএফ গুলি করে দুই বাংলাদেশি যুবক হত্যা করেছে ।
আবার একজনকে আহত করেছে ।
বাংলাদেশের নতজানু পররাষ্ট্রনীতি , কিছু পাচাটা দালাল আর অথর্ব পররাষ্ট্রমন্ত্রির কারনে এরা একের পর এমন কর্ম করে যাচ্ছে আবার সাথে সাথে মিথ্যাচার ও করে যাচ্ছে । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।