আমাদের কথা খুঁজে নিন

   

এদের মৃত্যুদণ্ড চাই , খাদ্যে ভেজাল নিপাত যাক

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই স্বপ্ন নামে একটা শপিং মল আছে। এই শপিং মলটি দেশের সবচেয়ে বড় চেইন শপ বলে দাবি করে তারা। এই প্রতিষ্ঠানটি এসিআই গ্রুপের। তারা পত্রিকায় বিশাল বিশাল বিজ্ঞাপন ছাপে। তাদের এ সব বিজ্ঞাপনে দাবি করা হয়, তারা বিশুদ্ধ পণ্য বিক্রি করে।

যেমন : আমের মওশুম এলে বিজ্ঞাপন ছাপে, তাদের আমে কোন কেমিক্যাল নেই। তারা বিজ্ঞাপন দেয়, তাদের মাছে ফরমালিন নাই। তাদের মাংসে ফরমালিন নাই। কিন্তু গত মঙ্গলবার তাদের এই সব গালভরা বুলি মিথ্যা বলে প্রমাণিত হয়ে গেল। মাছে ফরমালিন থাকা ও অপরিচ্ছন্নতার দায়ে স্বপ্ন শপিং মলটাকে এক লক্ষ টাকা জরিমানা করা হল।

নারায়ণগঞ্জের মিশনপাড়ায় অবস্থিত এই শপিং মলটি। আমার কথা : আমার এক বন্ধু ইংল্যাণ্ডে থাকে। তার কাছে শোনা। সে জানাল, ইংল্যাণ্ডে কোন অপরাধীর মৃতু্যদণ্ড হয় না। মানে, কেউ খুন করলেও তার মৃতু্যদণ্ড হয় না।

মৃতু্যদণ্ড নামে যেই শাস্তিটা আছে, সেটা ও দেশে প্রযোজ্য নয়। কেবল একটি অপরাধ করলে অপরাধীর মৃতু্যদণ্ড হয়। সেটা হল, খাদ্যে ও ওষুধে ভেজাল দেয়া। যুক্তিটা হল, যে ১ জন মানুষকে খুন করে সে কেবল ১ জনকেই খুন করে, আর যে খাদ্যে বা ওষুধে ভেজাল করে, সে কত লোককে খুন করে তার কোন হিসাব নাই। সুতরাং খাদ্য ও ওষুধে ভেজালকারী খুনীর চেয়েও বড় খুনী।

খুনী ১ জনকে খুন করে, আর খাদ্য ও ওষুধে ভেজালকারী খুন করে ১ টা জাতিকে। আমাদের দাবি : খাদ্যে ও ঔষধে ভেজালকারীদের মৃত্যুদণ্ডের বিধান চাই। অবিলম্বে আইন করে এই সব গণহত্যাকারীদের ফাসির দড়িতে ঝোলানো হোক। এরা নিজেদের মুনাফার লোভে একটা গোটা জাতিতে তিলে তিলে হত্যা করে চলেছে। নিউজের লিংক : Click This Link Click This Link এ সংক্রান্ত আরো পোস্ট : Click This Link Click This Link ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.