আমাদের কথা খুঁজে নিন

   

পাটের পর, ক্ষতিকারক ছত্রাকের (ফাঙ্গাস) জীবন রহস্য উদ্ভাবন ।

পাটটসহ পাঁচশ উদ্ভিদের জন্য ক্ষতিকারক ছত্রাকের (ফাঙ্গাস) জীবন রহস্য উদ্ভাবন করেছেন বাংলাদেশের একদল বিজ্ঞানী। বুধবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই উদ্ভাবনের ঘোষণা দেন। এর আগে বাংলাদেশী বিজ্ঞানী মাকসুদুল আলমের নেতৃত্বে একদল বিজ্ঞানী প্রথমবারের মতো পাটের জীবনরহস্য উন্মোচন করেন। বুধবার শেখ হাসিনা বলেন, “মাকসুদুল আলমের নেতৃত্বে আমাদের বিজ্ঞানীরা উদ্ভিদের জন্য ক্ষতিকর একটি ছত্রাকের জীবন রহস্য উম্মোচন করেছেন। ” প্রধানমন্ত্রী তাদের ভিনন্দন জানিয়ে বলেন, এতে করে পাটসহ পাঁচ শতাধিক উদ্ভিদের রক্ষা হবে।

এসব আবিষ্কারের স্বত্ত্ব সংরক্ষণে পাঁচটি প্যাটেন্টের আবেদন আন্তর্জাতিক পর্যায়ে জমা দেওয়া হয়েছে। ছত্রাকের জীবন রহস্য উম্মোচনের এ সংবাদ বুধবার সন্ধ্যায় বিএমসি জেনোমিক্স নামের একটি বৈজ্ঞানিক জার্নালে প্রকাশিত হয়েছে বলে জানান তিনি। “২০১০ সালের ১৬ জুন আমি দেশ ও বিশ্বকে জানিয়েছিলাম- দেশের বিজ্ঞানীরা পাটের জীবন রহস্য উদ্ভাবন করেছেন। অধ্যাপক মাকসুদুল আলমের নেতৃত্বে একটি গবেষণা প্রকল্প নেওয়া হয়েছিল। তারা এটা উদ্ভাবন করেছেন।

এবার এ বিজ্ঞানীরা ছত্রাকের জীবন রহস্য উম্মোচন করেছেন। ” বিজ্ঞানীদের এ কৃতিত্বে বিশ্ব জ্ঞান ভান্ডার সমৃদ্ধ হবে বলে জানান শেখ হাসিনা। “এতো দিন দেশের বিজ্ঞানীরা বিশ্ব জ্ঞান ভা-ার থেকে তথ্য সংগ্রহ করতো। এখন বাংলাদেশের বিজ্ঞানীরা বিশ্ব জ্ঞানভা-ারে তথ্য সরবরাহ করবে। এতে বিশ্ব জ্ঞানভা-ার সমৃদ্ধ হবে।

” বর্তমান সরকার বিজ্ঞান ও গবেষণাকে খুবই গুরুত্ব দেয়ায় বিজ্ঞানীরা একের পর এক আবিষ্কারে উদ্বুদ্ধ হচ্ছে। বিজ্ঞানীদের ছত্রাকের জীবন রহস্য উম্মোচনকে বিরাট অর্জন উল্লেখ করে বলেন, “বাংলাদেশ যে বিশ্বকে দিতে পারে সে দৃষ্টান্ত হয়েছে। ” এ সময় সংসদের অধিবেশনে সভাপতিত্বকারী ডেপুটি স্পিকার শওকত আলী সংসদের পক্ষ থেকেও দেশের বিজ্ঞানীদের অভিনন্দন জানান। বিস্তারিত : এখানে ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.