আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে একটা পরিষ্কার অভিযান চালানো দরকার

সামু তে আমার চলাফেরা সেই ২০১০ সালের শেষের দিক থেকে। সামুর লেখা পড়তে সবসময় ভাল লাগত। কোন পোস্টে নিজের মতামত প্রকাশ করার তাগিদ থেকেই ২০১১ মার্চে খুলে ফেললাম অ্যাকাউন্ট। তারপর লেখা খুব হয়ত বেশি একটা হত না কিন্তু বরাবরের মত বিভিন্ন আলোচনামুলক তথ্যমূলক এবং তর্কমূলক লেখাগুলো পড়তে ভালই লাগত। ভাল লাগত বিভিন্ন মানুষের যুক্তি এবং তাদের মনভাব পড়ে।

এরপর সময়ের তালে এবং সামুর প্রসারের ফলে আশা শুরু করে অনেক ব্লগার (!!) যারা মুক্ত বুদ্ধি এবং সুস্থ আলোচনার এই স্থান টিকে সমৃদ্ধ করে তোলে নানা বিজ্ঞাপন এবং হাস্যরস উদ্দীপক নানা বস্তাপচা জোকসের পসরা বসিয়ে। বিজ্ঞাপন প্রসঙ্গে বলতে হয় তাদের এই পোস্ট গুলা রাস্তা ঘাটে নিক্ষেপ করা ছোট ছোট চিরকুট ছাড়া আর কিছুই না। আপনি পড়েন আর না পড়েন শিরোনাম একবার পড়তেই হবে, এবং যদি একা একা পড়েন তো লজ্জা আপনার আর যদি কোন বন্ধু বা সহকর্মী আপনাকে এইগুলা পড়তে দেখে তো কি ধারনা করবে আপনারাই বুঝে নেন। আর “জোকস” সেই ১৯৫৩ সাল থেকে একইরকম সুরসুরি মার্কা জোকস চলে আসছে এখনও চলছে এবং এরা আরও চালাবে, আবার পোস্টে লেখা থাকে “আগে/কমন পরলে দোষ নেই”। ক্যা ন ক্যান ভাই আপনার নিজস্ব সৃষ্টি নাই? নিজস্ব চিন্তা দিয়ে কিছু বের করেন, মেয়াদ উতির্ন এই সব জিনিস দেন কান? সর্বোপরি এই সব ছাতামাথা খাবার এবং খাওয়ানোর জন্য তো ফেসবুকে কত পেজ আসে সেখানে যান।

সেখানে তো মোবাইল কোর্টও নাই আপনাকে জরিমানা করার জন্য। সবথেকে খারাপ লাগে এইরকম বস্তা পচা পোস্টের ভিড় থেকে পরার উপযোগী ভাল মানের পোস্ট খুজে বের করতে। অনেক সময় হয়তো খুজেও পাওয়া যায় না, হারিয়ে যায়। তাই আমার মনে হয় এখন সময় চলে আসছে একটা পরিষ্কার অভিযানের। আশাকরি মোডু নামক গোষ্ঠী সক্রিয় একটা ভুমিকা পালন করবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.