আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে আমার বর্ষপূর্তি (লেইট) ব্লগে আসার পিছনের কাহিনী এবং অতীত কিছু স্মৃতিচারণ

"জানালার ওপাশের অন্ধকার থেকে আমার সঙ্গীরা আমায় ডাকে..একদিন যাদের সঙ্গ পেয়ে আজ নিসঙ্গ্তায় ডুবেছি"-(শঙ্খনীল কারাগার)হুমায়ূন আহমেদ এই পোষ্ট অবতারণা করার কারণ হল আজ থেকে এক বছর ১ মাস দুই দিন আগে আমি প্রথম সামুতে লগ ইন করেছিলাম । তাই লেইট বর্ষপূর্তি পোষ্ট । তাহলে চলে যাই সেই দিনগুলোয় .......... ১. সামনে সেমিস্টার ফাইনাল পরীক্ষা তাই ক্যাম্পাসে যা্ওয়া হবে না। বাসায় বসে বসে "পড়ার নাম ফাকি" এই বানীটা যে গুনী ব্যক্তি অবিষ্কার করেছে তিনি কেনো যে নোবেল পান নি ,কিংবা পেলেই যে কি হত বা হয়ে যেত তাই আকাশ পাতাল ভাবছিলাম ,যাই হোক অকম্মার ধাড়ি একটা ছেলে বাড়িতে বসে বসে পায়ের উপর উপর পা তুলে খাবে এটা কি বঙ্গ দেশের কোনো মা কি সহ্য করতে পারেন ? মনে হয় না ,তাই সোজা শমন । যা তোর ছোট ভাই কে স্কুল থেকে নিয়ে আয় ।

এহেন দায়িত্ব তো আর হেলায় ফেলা যায় না । তাই মুখটাকে পেঁচার মত করে বাসা থেকে রাস্তায় এই মধ্য দুপুরে বের হতেই হল । কি আর করা, এর মাঝে ছোটো ভাই এর স্কুল মোটামোটি আধা ঘন্টার পথ ….. ২. বিরক্তিতে মেজাজ সপ্তমে চড়ে আছে । একে তো সময় কম তার উপর এই দুপুর বেলার রোদে কড়া জ্যাম এ আটকে পড়ে আছি বলা যায় মোটামোটি এক যাচ্ছেতাই অবস্থা । কি আর করা তাই পকেট থেকে আদরের নোকিয়া ২৭০০ তে অপেরা মিনি তে বসলাম ।

তখন কার সময় একটা পেইজ খুব ই বিখ্যাত ছিল “চৌধুরি সাহেব টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না”সেই পেইজ এ একটা মজার স্ট্যাটাস দেখলাম । দেখেই মজা পেয়ে গেলাম লেগে গেলাম কমেন্ট এ । কমেন্ট করতে করতে পেইজ এর এডমিন জিকো ভাই আর রাহাত ভাই এর পরিচয় হল । তখন প্রায় ই সেই পেইজ এর স্ট্যাটাস এর জন্য বসে থাকা হত এখন যেমন পোলাপান সব ১৮+ জোক এ লাইক দেবার জন্য বসে থাকে । আর তখন সেসব স্ট্যাটাস এর জন্য বসে থাকতাম ,যখন অনলাইনে থাকা হত ।

এমন ও হয়েছে যে সেই পেইজ টা একবার ছাকিভ খানের হার্ডকোর ফ্যান এর কারণে ব্যান করে দেয় ফেসবুক কতৃপক্ক । মন টা অনেক খারাপ হয়ে গিয়েছিল । ব্যান করার এক সপ্তাহের মাঝেই আবার চালু করা হয় এবং সেটা নাকি ছিল ৩য় বার সেটাই মনে হয় প্রথম লাইকার ছিলাম আমি । ৩. একদিন জিকো ভাইয়ার পার্সোনাল আই ডির নোট গুলো পড়া হচ্ছিল ,খুজতে খুজতে পেয়ে গেলাম তার বিখ্যাত “খলিল সিরিজ”সারাদিন এগুলো পড়ে একটানা হেসেছিলাম । সেই সাথে দেখি আবার ব্লগের লিঙ্ক ও শেয়ার করা ।

চলে এলাম ব্লগে । এসে দেখি আরো এলাহী কারবার !! হঠাৎ দেখলে যা হয় আর কি । তখন কার সময় বিখ্যাত সব আড্ডাবাদ কি না দি ,গুরুজী ,পাকা ভাই ,রাজসোহান ভাই , মন্সুর জেডা তাদের আড্ডা পোষ্ট গুলো দেখতাম আর কমেন্ট পড়ে খালি মজা পেয়ে হাসতাম । আফসোস সেই আড্ডার দিন এখন আর নেই । একদিন কি মনে করে নিক টা খুলেই ফেললাম ।

খুলেই বসে রইলাম তবে বেশি ক্ষণ অপেক্ষা করতে হল না দেখলাম ২ দিনের মাঝেই আমার ব্লগে কে যেন কমেন্ট করেছে। আমার খুশি দেখে কে লাফাতে লাফাতে আম্মুকে গিয়ে বললাম আমার লেখায় কমেন্ট করেছে লেখাটা আর কিছুই না শুধুই সামুর কী বোর্ড দিয়ে অনেক কষ্টে লেখা “আমার প্রথম লেখা” তারপর একদিন ব্লগার আলিম আল রাজির সাথে তার ব্লগ থেকে ফেসবুকের লিঙ্ক এ গিয়ে কথা হল ,এখন ও অনেকে আমি সিলেটের ব্লগার বলে মনে করেন যে আমি রাজি থেকে ব্লগের লিঙ্ক পেয়েছি ,আসলে তা না ,তার ব্লগ থেকেই তার সাথে যোগাযোগ । তবে ব্লগের হালচাল মোটামোটী তার কাছ থেকেই জানা। আমার এর পরের লেখা গুলো বিশেষ করে হা টি হা টি পা পা সিরিজ টা র অনুপ্রেরণা তার থেকেই …….. ৪. যা পেলাম – পাওয়া না পাওয়া হিসাবের খাতা না হয় আজ না মিলালাম তবে একটা ঘটনা শেয়ার না করে পারছি না । এই কোরবানি ঈদে ছুটি কাটাতে কুমিল্লা গিয়েছিলাম ,বেশিদিন ছিলাম না মাত্র ৫/৬ হবে যাওয়া আসা মিলিয়ে ,ঈদের আগের দিন এক জন ফোন করে বলল ভাইয়া আপনি কোথায় ? আমি বললাম আমি তো এখন কুমিল্লায় ।

তোমার কি অবস্থা কেমন আছ ? কুশলাদি জিজ্ঞেস করার পর ফোন করার উদ্দেশ্য জানা গেল । যিনি ফোন করেছেন তার বাড়ি লাকসাম তিনি তার বাড়িতে আমাকে দাওয়াত করেছেন , খুব অনুনয় করেছিলেন যাবার জন্য ,আমি বলেছিলাম যে আমি চেষ্টা করবো আমার সর্বোচ্চ , রাখতে পারিনি । তবে ভবিষ্যতে একদিন উনার দাওয়াত রক্ষা করা হবে। এটা হল ভার্চুয়াল লাইফ ,এখানে সবাই একটা পরিবার কারো কিছু হলেও আমরা কাদতেও যেমন পারি তেমন ভালো কিছু হলেও গর্ব করে বলতেও পারি । আনন্দে ভেসে যাই এখান থেকে যেমন পেয়েছি বড় ভাই এর স্নেহ ,শাসন সেই সাথে আদর ও ।

তাই তো এক্সাম এর আগের রাতেও একবার অন্তত ঢু না মারলে হয় না । এটাকে আমি এডিকশন বলবো না বলবো টান বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে । হয়তো অনেক কিছুই লেখার কথা ছিল লেখা ও হল না । কেন হল না জানি না । সবার ই হয়তো এমন কোন মজার কোন ঘটনা আছে ।

তাই ছোটো ছোটো মজার ঘটনা সবসময়ই আনন্দের । ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.