আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাঙ্গনে রাজনীতি, বাড়ন্ত জমির দাম ও বিদেশ গমন

হৃদয়ের কথা কহিয়া কহিয়া গাহিয়া গাহিয়া গান.... সুপ্রিয় ভাই ও বোনেরা আসসালামুয়ালাইকু। আশা করি সবাই ভালো আছেন । সমসাময়িক প্রেক্ষাপটে আজকের লেখার শিরোনাম শিক্ষাঙ্গনে রাজনীতি, বাড়ন্ত জমির দাম ও বিদেশ গমন । আপাত দৃষ্টিতে আপনাদের কাছে তিনটা ভিন্ন ভিন্ন বিষয় মনে হলেও বিষয় গুলো একসাথে চিন্তা করলে এদের মাঝে সম্পৃক্ততা খুঁজে পাওয়া যায়। সেটার চেষ্টাই করেছি এই ব্লগে।

আপনারা সকলে জানেন ইদানিংকালে দেশের শিক্ষা প্রতিষ্ঠান গুলোর বেহাল দশা। প্রত্যেকটি বিশ্ববিদ্যালয় আজ রাজনীতি, মারামারি, আন্দোলন সহ বহুবিধ সমস্যায় জর্জরিত। এমনিতেই আগে থেকেই দেশের বিশ্ববিদ্যালয় গুলিতে গবেষণা বা নতুন কিছু উদ্ভাবনের তাগিদ কখনই ছিলো না। কোন সরকার ই এই ব্যাপারে কোনো আগ্রহ দেখায় নি। আর ভবিষ্যতে কবে নাগাদ দেখাবে সেটাও অনিশ্চিত।

আগে এক সময় বলা হত যন্ত্র -পাতি কেনার টাকা নেই তাই ইচ্ছা থাকা সত্বেও গবেষনাকর্ম চালানো যাচ্ছে না। গত দুই দশকে কম্পিউটারের আবির্ভাবের কারনে ইদানিং অনেক গবেষনাই শুধু কম্পিটার আর সফটওয়্যার থাকলেই চালানো যায় । তবুও আগের অবস্থা যে পরিবর্তিত হয়েছে টা নয়। আজকে দক্ষিন কোরিয়ার সামস্যাং যখন গবেষনা করে গ্যালাক্সি স্মার্টফোন দিয়ে হাজার হাজার কোটি টাকা ইনকাম করছে, আরেক গবেষনা সফল প্রতিষ্ঠান এপল এর সাথে টেক্কা দিচ্ছে সেখানে গবেষনার প্রয়োজনীয়তা আপনাদেরকে বোঝাতে গিয়ে সময় নষ্ট করবো না । দ্রুত গতিতে এগিয়ে যাওয়া শিক্ষা ও গবেষনায় তাল মেলাতে না পারলেও জিনিসপত্রের দাম কিংবা জমির দামে আমরা পিছিয়ে নেই।

বিশ্বের সবচেয়ে ঘন বসতিপূর্ণ দেশ হবার সুবাদে আগে থেকেই জমি সংকট ছিলো। দিন দিন তা আরো ঘনীভূত হচ্ছে । ভবিষ্যতে কি ঘটবে তা অনুমান করাও মুশকিল। অনেকে আবার রাস্তা বিহীন ঢাকা শহরে যে কয়টা রাস্তা আছে তার উপরে ঝুলন্ত বাড়ি নির্মানের মতো যুগান্তকারী প্রস্তাব পেশ করেছেন। দেশের এই জমি সংকটের কারনে সৃষ্ট জমির মূল্যের উর্ধগতি, শিক্ষাঙ্গনে শিক্ষার মানের এই অবনতিকে আপনারা একসাথে চিন্তা করুন।

কয়েক বছর আগেও বিদেশে পড়াশোনা করতে যাওয়ার জন্য ৭/৮ লাখ টাকা যোগাড় করতে যেখানে কয়েক বিঘা জমি বেচতে হত্ আজ সেখানে অনেক জায়গায় ১ বিঘা জমিতেই কাজ হয়ে যাবে। বহির্বিশ্বে অর্থনৈতিক মন্দার কারনে যেখানে মূল্যস্ফীতি অনেক কম সেখানে বাংলাদেশে ১০% এর উপরে মূল্যস্ফীতির কারনে এই ঘটনাটা ঘটেছে। তাই সদ্য এইচএসসি পাশকরা ভাই ও বোনেরা যারা দেশের শিক্ষার এই বেহাল অবস্থা দেখে মন খারাপ করে ভাবছেন কোথায় পড়ব তাদের জিনিসটা ভেবে দেখার আহবান জানাচ্ছি। আজ এক-দুই বিঘা জমি বিক্রি করে বিদেশ গেলে আর কখনই দেশে ফেরত আসতে হবে না। আপনারা বাইরে থাকবেন।

দেশের জন্য রেমিট্যান্স পাঠাবেন। দেশে বেকার সংখ্যা কমাতে সাহায্য করতে পারবেন। ধীরে পরিবারের সবাইকে বিদেশে স্থানান্তর করতে পারবেন। আজকের এই সামান্য বিনিয়োগ এক সময় অনেক বড় হয়ে ফিরে আসবে। আর যদি সেই দুই বিঘা জমির মায়া না ছাড়তে পারেন তাহলে হয়তো ভুমিদস্যু/সন্ত্রাসীদের হাতে কখনো সেই দুই বিঘা জমি হারিয়ে আপনাকেও রবীন্দ্রনাথের মতো গাইতে হতে পারে "শুধু বিঘে দুই ছিলো মোর ভূই আর সবই গেছে একুইজিশনে" ।

দেশে প্রাইভেট বিশ্ববিদ্যালয় গুলিতেও ইদানিং যে হারে টাকা পয়সা নেয় সেই হিসাবে এই পদ্ধতিতে বিদেশ গমন এখন আর কোনো অবাস্তব চিন্তা বলে মনে হয় না। আমার চারপাশে আজ অনেককেই দেখতে পাই যারা এই পদ্ধতি ফলো করে এখানে বিউটিফুল লাইফ কাটাচ্ছে। আপনি কাটাবেন কি না সেই সিদ্ধান্ত আপনার। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১১ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.