আমাদের কথা খুঁজে নিন

   

‘‘শিক্ষাঙ্গনে রাজনীতি বন্ধ করতে হবে’’

বাংলাদেশ তৃতীয় বিশ্বের একটি দরিদ্রতম দেশ। এই দরিদ্রতম দেশের একটি অভিশাপ হয়ে দাড়িয়েছে শিক্ষাঙ্গনে রাজনীতি। বাংলাদেশের হাজার হাজার কলেজ আছে যে সকল কলেজে ছাত্র-ছাত্রী, শিক্ষক উভয়ই প্রত্যক্ষ পরোক্ষভাবে রাজনৈতিক দলের সাথে যুক্ত। প্রথমেই সংক্ষিপ্তভাবে আলোচনা করা যাক - ছাত্র রাজনীতির কথা। বাংলাদেশের ছাত্র রাজনীতির অতীত এক গৌরবময় ইতিহাস আছে কিন্তু ইতিহাসের অন্তরালে যে ঘটনাগুলো আছে সেগুলো অত্যন্ত ন্যাক্কারজনক।

বর্তমানে এদেশের ছাত্র রাজনীতি মানে - পকেটে পিস্তল, হাতে চাইনিজ কুড়াল, হকস্টিক, চাকু প্রভুতি। ছাত্র রাজনীতি মানে - এক সহপাঠি অন্য আরেক সহপাঠিকে নির্মমভাবে হত্যা করা। ছাত্র রাজনীতি মানে - দেশে বড় বড় ক্যাডার সৃষ্টি হওয়া, দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ভাবমূর্তি ক্ষুন্ন করা, মায়ের বুক হতে সন্তানকে কেড়ে নেওয়া, রাস্তার গাড়ি ভাংচুর করা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অপহরন করা, মেয়েদেরকে ইভটিজিং করা, ধর্ষণ করা, একদল আরেক দলকে অপদস্ত করা, মানবতাকে লংঘন করা, এক কথায় - ছাত্র রাজনীতি মানে এদেশের মানুষের জন্য অভিশাপস্বরুপ। অত্যন্ত দুংখের বিষয় যে, যে সহপাঠির সাথে একই ছাদের নিচে বসে পড়াশুনা করে সামান্য একটু মতার্দশের অমিল থাকার কারণে তাকে কীভাবে হত্যা করছি! এসব পরিস্থিতিতে আমার মনে হয় - এদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো এখন শিক্ষা দেওয়ার জন্য নয় ঐগুলো এখন শিক্ষা দেয় কিভাবে রাজনীতি করতে হয়, কিভাবে সংঘাতের দিকে যেতে হয়। বর্তমান সময়ের ছাত্র-সমাজ এখন আর অধ্যয়নমুখি না হয়ে রাজনীতিমুখি হয়ে পড়েছে।

এজন্য এদেশের সমাজতত্ত্ববিদ ও শিক্ষাবিদরা দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন। আমাদের দেশের কলেজে দেখা যায় একপক্ষের সাথে আরেক পক্ষের সংঘর্ষ যার তৎক্ষনাৎ ফলাফল হিসাবে দেখা দেয় এতজন আহত, এতজন নিহত, বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হলো। এতে ক্ষতিগ্রস্থ হয় অধ্যয়নরত মেধাবী ছাএ-ছাত্রীরা। কখনো বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করার জন্য ধর্মঘট পালন করে। এই যদি হয় এদেশের ছাত্র রাজনীতি তবে ঘৃণা করি এই ছাত্র রাজনীতিকে।

যে ছাত্র রাজনীতি শুধু জাতির কাছ হতে নিতে জানে আর তার প্রতিফলন হিসাবে যাদের তা অনাকাঙ্খিত, ছাত্র যার অভিধা, অধ্যয়ন হলো যার তপস্যা, তার কেন এই অবস্থা। কবি নজরুল বলেছিলেন ছাত্র জীবনের মত এত মধুর সময় আর জীবনে নেই। কিন্তু বর্তমান সময়ের ছাত্ররা সেই মধুর সময়কে নিজেদের কার্যকলাপ দ্বারা বিষন্নময় সময়ে পরিণত করে চলছে। কিন্তু এর কারণ কি, কে এই ছাত্রদের করালগ্রাসে নিমজ্জিতের জন্য দায়ী। আমি বলবো - এদেশের রাজনৈতিক দলগুলো এর জন্য দায়ী তারা নেতৃত্ব সৃষ্টি করার জন্য, তাদের দলের কার্যক্রম চালানোর জন্য এই জঘন্যতম পন্থা অবলম্বন করছে যা আদৌও সমাচীন নয়।

বর্তমানে শিক্ষকদের মধ্যে এই রাজনীতির কালধোয়া প্রবেশ করেছে যার ফলে দেখা দিচ্ছে এক শিক্ষকের সাথে আরেক শিক্ষকের মনমালিন্য। যারা নিজের দলের কার্যক্রমকে ঠিক রাখার জন্য এই জঘন্য পন্থা বেছে নিতে কুন্ঠা বোধ করেননি, তাদের চেয়ে ঘৃণিত আর কে হতে পারে। তাই বতর্মান সরকারকে দ্যর্থহীন কন্ঠে বলতে চাই যে, যদি এদেশের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ সৃষ্টি করতে চান, তাহলে তৎক্ষনাৎভাবে ছা্ত্র রাজনীতি বন্ধ করেন, নইলে অদূর ভবিষ্যতে অত্যন্ত খারাপ হয়ে দাড়াবে এই ছাত্র রাজনীতির ফলাফল। শিক্ষা জাতির মেরুদন্ড যদি তাই হয়, তাহলে যে স্থান হতে মানুষ শিক্ষা গ্রহন করবে সে স্থান যদি হয় রাজনীতির কালধোঁয়ায় আচ্ছন্ন তবে সেই শিক্ষা কি জাতির মেরুদন্ড হতে পারে? আমি ছাত্র-শিক্ষকদের প্রতি আহবান করে জানাচ্ছি যে, আপনারা সচেতন হোন, রাজনীতি হতে বিরত থাকুন। এক কথায়, সবাই যেন স্বগৌরবে বলে উঠতে পারে আমার শিক্ষা প্রতিষ্ঠান সম্পূর্ণ রাজনীতি মুক্ত।

ফেইসবুকে আমার এই লেখাটির লিংকঃ Click This Link ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.