আমাদের কথা খুঁজে নিন

   

মাজহার সরকার এর কবিতা > ফুলটিকেট সোলো

মাজহার সরকার তুমি অনেক বেশি দূরে যাও,অনেক সমুদ্রের সুর বন্ধ সূটকেসে ভরে আমার জানালা খুলে যাও আরো দূর অভ্যন্তরে দূর প্রাচ্য মহাসাগর যুবকের সাথে চোখের নিকটে চোখ ফিকে হয়ে যাও বহুদূর হেঁটে অন্ধকার অনুষদ, কোথায় ঘনিয়ে আসছে নিঝুম কানাকানি পৃথিবী ও তার বায়ুমণ্ডল ফুরিয়ে গেছে এইখানে এই মধুর ক্যান্টিন ডিম টোস্ট বই খাতা খোয়াবে সারি সারি চেয়ারে বসে টেবিলে সাজিয়েছে গহিন ছায়া, তুমি আড়ালে কোথায় আজ কার সাথে দেখা কাকে ঘুরে ঘুরে দেখাও বুকের সমস্ত অঞ্চল সাঁঝবেলায় খাবার মেন্যু হাতে নিয়ে কোন ক্যাফে কারখানায় হাতড়ে চলা অচেনায় শুধু পাও সশস্র আহ্বান-- আরো দূর কার সাথে মিশে অতিক্রম করে যাও কতো হাজার মাইল পথে ফেলে রেখে যাও অজানা উত্তর, সূর্য ও তার চারদিকে নভোমণ্ডল পথ হারিয়েছে এইখানে এই মধুর ক্যান্টিনে চায়ের গ্লাস শিঙ্গাড়ার প্যাঁচের ভেতর রাশি রাশি ঢেউ বুকে নিয়ে সাজিয়েছে গহিন দেয়াল রঙ্গে। তুমি কি আজ আসবেনা---আজ কি ধর্মঘট পুরোটা দিন রাজু ভাস্কর্যের চারদিকে ফেস্টুন প্ল্যাকার্ড বুকে জড়িয়ে মানবসারি আজ নিরবে দগ্ধ রাস্তা,কয়েকটি নদী গড়িয়ে আসে কাঠগড়ায় এই ছাত্রনিবাস,পাশে আরেকটি ছাত্রনিবাস তারপর ছড়িয়ে ছিটিয়ে মাঠের চৌহদ্দি পেরিয়ে ঘাসে আমি একাকি যাই ঘাসের নাড়ি টিপে প্রানের স্পন্দন পাই,পাই পৃথিবীর শেষ আমি জানি এইসব কোনো উত্তর দেয়না,দুই হাঁটু মুড়ে নির্জনে শুধু মুখ গুঁজে থাকে,শুধু কষ্টের পৃষ্ঠা খোলা রেখে চলে যায়। তুমি অনেক মিছিলের ভেতর হারাও,অনেক স্লোগান সুর আরও দূর রূপকথায় নির্ঘুম নায়াগ্রা মিনেসোটা যুবকের সাথে জেব্রাক্রসিং ছুঁইছুঁই মরিচিকায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.