আমাদের কথা খুঁজে নিন

   

মাজহার সরকার এর কবিতা > মধুকন্যা

মাজহার সরকার রাতের কপাট খুলে সুদিন উদয় হয় এক ধূর্ত দুপুরে। রোদে ভিজে যায় কপাল, আমার সাদা শার্ট। সুনসান সমাধির পাশেই অন্দরমহলের আলো, ময়ূরপঙ্খি শোভাযাত্রা; মধুখালির জলস্রোত বিশুদ্ধ শূন্যতায় জ্বলছে চিকচিক... অতিথির বাতিদানে ঢেলে দেওয়া হয়েছে আঙুরের রস। মৃতের গেলাসে গেলাসে উপচে পড়ছিল চাঁদের আলো। অসংখ্য জনতা, অনাবাদি কিশোরী বিহ্বল চাতকের মতো পিপাসায় মগ্ন; খামারের পুষ্পপুঞ্জিত এ উৎসবে তাদের গাল বেয়ে ঝরে মদ্যের ফোঁটা।

ক্রমাগত ঢকঢক শব্দ, উছলে ওঠে সুপ্ত নদী, সুড়ঙ্গের সন্ন্যাসীরা। শ্মশানের খেঁকশিয়ালি লাফ দিয়ে অতিক্রম করল আমাকে। একজন মা তার শিশুকে আদর করছেন দুলিয়ে দুলিয়ে। মাকড়সার জাল সরিয়ে সঘন নিঃশ্বাসের সঙ্গে ওপরতলায় উঠে গেছি আমি। নির্জন একান্তরে______ফুলে ভরা মধুকন্যা আরশি কাচে নিজেকে দেখছে নিমগ্নতায় ডুবে।

মধুকন্যা! কে!! আর বোলো না, আর যাব না। এমন শরমরাঙা রক্তাভ রূপ আর কোথাও দেখি না। আলো-আঁধারির অলি-গলি পেরিয়ে আমরা ধীরে অস্পষ্ট হয়ে যাই পড়শিদের কাছে। তারাবাজি পোড়ে, সানাই বাজে, আশোয়ারি রাগিণীর। চান্দ্রমাস।

আশ্রমের ভেতর তন্দ্রামাখা বাতাস বেতালে ভাসে। তারাস্তীর্ণ আকাশের তলে বসে আছি তরুণিমা আর আমি। মাজহার সরকার,সোনেলা রোদের সাঁকো,পার্ল পাবলিকেসন্স,একুশে বইমেলা ২০৭,ঢাকা। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.