আমাদের কথা খুঁজে নিন

   

মাজহার সরকার এর কবিতা > লাল হেয়ারব্যান্ড সাদা কেডস্

মাজহার সরকার তবুও কি কোনো আশায় আহত তুমি কলমের কালি ফুরিয়েছে বলে থেমে আছি পথের মোড়ে জ্বলন্ত চুলায় ছুঁড়ি মুঠোভরা কাঠের গুড়া_____ইটের ভাটায় ট্রাক্টরে করে নিয়ে আসি পোড়া মনের মাটি ধূলায় ভরেছে আমার ভেতরের কাঁচা মাংস_____ময়লা হয়ে গেছে সাদা কেডস্ সে জুতার ফিতায় লেগে আছে তোমার চিবানো চুইংগাম, একবার এই লাল কলমে কেটে দাও সারাদিন সব উত্তর বছরশেষে দাও অকৃ্তকার্য শূণ্য নম্বর আমার খাতায় তুবও কি কোনো আশায় আহত তুমি। সেদিন পাবলিক লাইব্রেরির ক্যাফেতে হায় আশা! গালে হাত দিয়ে বসে ছিলে_____টোল খাওয়া শ্যা্মলা গাল কফি কালার চকোলেট কালার মখমলে স্কার্ট লাল হেয়ারব্যান্ড যেন মামুলি তোমার ধাপ্পা____নরম আঙ্গুলে চাপো ট্রিগার কোনো বাজনার গাড়িতে চড়ে ব্যানডেজে বাঁধি বুক সব নিষেধাজ্ঞা অমান্য করে আমাকেই মনে করবে একদিন শোভাযাত্রার বাদকদল সাথে নিয়ে আসবো অবিরাম সুর তবুও কি কোনো আশায় আহত থাকবে তুমি। Mazhar Sircar/2012/01/07/around 8AM.DU

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.