আমাদের কথা খুঁজে নিন

   

মাজহার সরকার এর কবিতা > কৃষ্ণচূড়ার নিচে

মাজহার সরকার পৃথিবীর বুক জুড়ে সুপুরুষ অজগরের মত যে সিঁড়ি,তার রেলিঙে দাঁড়িয়ে ডেকেছিলাম একদিন হাত নেড়ে ইশারায়...। ডাহুকের মতো কিছুক্ষণ বাতাসে সাঁতার কাটে মনের উড়োজাহাজ,কয়েক পাক ঘুরে সাই করে নেমে যায় জলে। ডুবে ডুবে অতল থেকে তুলে আনে নিরন্ন গন্তব্যের পুরোনো যাত্রী আর কাঁদামাখা বর্ণমালা। সারাদিন পুকুরে বর্ষার ঘ্রান মেখে নীরবে উজানে এসে দেখি রাজহাঁসের অসংখ্য শাদা পালক পড়ে আছে ঐখানে। কৃষ্ণচূড়ার নীচে হেঁটে যেতে যেতে আকাশের চূড়ায় আঁকি রুপালি মাছের মানচিত্র।

আঙ্গুলে অবসরে সে রক্তজবার ফুল নিয়ে মনের অজান্তে তার পাঁপড়ি ছিঁড়ে ফেলে দিয়ে আসি বিকেলের রোঁদে। পাহাড়ের পিঁপড়েরা দলবলে এসে টেনে নিয়ে গেছে মৃত ফড়িং সে দিনগুলো অনতিদূর গুহায়। রূপসীর অজস্র চুলের ভেতর ঘুম পাড়ে যে অন্ধ অন্ধকার সেকি কক্ষনো পায় নগ্ন আলোর আহবান!দেখে নাই কেউ,দেখি নাই আমিও পৃথিবীর এ কোন পথে নিবিড় হয়ে আছে নক্ষত্রের আলিঙ্গন,চাঁদের চুম্বনচিহ্ন। বিষাদের ভাগ্য লেখা ছিল শিশিরের পাখনায়...চিরদিনের ঈগল যখন উড়াল দিলো সূর্যালোকে। তার স্পষ্ট গতি,তার চলে যাওয়া সত্য হয়ে গেল।

আমি যতক্ষণ তাকিয়ে ছিলাম,ঢেউয়ের মতো কেঁপে উঠেছে নির্নিমেষে সমুদ্রের অস্পষ্ট দু’চোখ। উড়োজাহাজ উড়ে গিয়ে দূরে বাতাসে বিন্দু বন্দী হয়ে গেলো। তারপর সমস্ত সন্ধ্যায় যেন কোলে ওঠে আসে কোন কালো বিড়াল। এই বর্ষায় বেদনা বিন্যাসে সংক্রমনই ছন্দ। আমি টের পাই কে যেন এসে আকাশে,-জ্যোৎস্নার স্রোত বেঁধে রাখে মাছরাঙ্গা___ফুলচিহ্ন আঁকা কাঁচে,আমি যেনো পথ ভুলে তার বাড়ি চলে যাই।

আমি যেনো তার বুকে অবিকল,অমোঘ সকাল হয়ে প্রথম পৃথিবীকে দেখি। মাজহার সরকার,সোনেলা রোদের সাঁকো , পার্ল পাবলিকেশন্স,একুশে বই মেলা ২০১২। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.