আমাদের কথা খুঁজে নিন

   

সমাপ্তি...

আধা পাগলের লেখা লেখি... হয়তো শুধুই মস্তিস্ক বিকৃতি... ছবিটা নিশ্চয়ই দেখেছেন? কি মনে হচ্ছে এটা দেখে? একজন শ্রমজীবী মানুষ, এর থেকে তো বেশী কিছু না, তাই না?? ছবিটা আরেকবার খেয়াল করুন... কিছু বুঝতে পারলেন? কেউ কেউ হয়তো পেরেছেন... এবার আমি ই বলি... ছবির যে মানুষটি বয়সের ভারে নুয়ে পড়েছেন অথচ তার মাথায় কত বড় একটা বোঝা ! মাথার ঝুড়ি তে টিফিন ক্যারিয়ার দেখা যাচ্ছে ! ছেলের বয়সী কারো জন্যেই খাবার নিয়ে যাচ্ছেন... জীবনের এই বয়সেও এসে কেন একজনকে দু’বেলা খাবার জন্য রোদে পুড়ে, জলে ভিজে ভিজে শ্রম দিয়ে যেতে হবে? এই কি মায়ের প্রতি সন্তানের ভালবাসা, যে না খেয়ে সন্তান কে খাইয়েছে, সে নিজের কথা বিবেচনা না করে সন্তানের হাসির জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছেন, এই কি তার প্রতিদান?? ছোট বেলায় মায়ের আঁচলের তলা ছেড়ে বেরুতে চাইতেন না, একটু হলেই মায়ের গলা জড়িয়ে ধরতেন, মায়ের কোলে শুয়ে পড়তেন... আর এখন?? সেই মা কে সহ্য হয় না? বড় সেকেলে রয়ে গেছেন... আপনার অনুধিকতার সাথে উনি মিলাতে পারছেন না, আপনার দামি ঘরে উনি সস্তা ! তাই ওনার জায়গা হয় না... ওনার বয়স বেড়ে গেছে ওনার দিকে খেয়াল রাখার সময় নেই আপনার ! ওনার খেয়াল রাখতে গেলে আলাদা লোক রাখতে হবে, এত খরচ কে করবে? এই তো আদর্শ মানুষ আপনি, এই দুর্মুল্যের বাজারে এত টাকা কে নষ্ট করে? আরে আপনার জন্য আপনার মা না খেয়ে রেখে দিয়েছে, ভালো কিছু রান্না হলে আপনার জন্য রেখেছে, আপনার অসুখ হলে সারারাত জেগে বসে থেকছে... তার খবর নেয়ার সময় নেই ! বউ মা এর চেয়ে আপন হয়ে গেছে !!! তার কথা না রাখলে চলে না ! মাকে ফেলে রাখেন ঘরের অন্ধকার কোনে, যার জন্য আপনি এখন, যার জন্য আপনার সব কিছু তাকে যথার্থই সম্মান দিচ্ছেন ! বাড়ির কাজের লোকের মর্যাদা আপনার মায়ের চেয়ে বেশি !! ধিক্কার জানাই আপনার মত মানুষ গুলো কে... অনেকে আছে যারা বাবা-মাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়... ভালো করে জেনে রাখেন আপনি যা করছেন তার ফল এই দুনিয়াতেই আপনি ভোগ করে যাবেন আর পরকাল তো রইলই... আপনার ছেলে মেয়েরা যখন আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে তখন যেন আপনার কষ্ট না হয় ! এটাই তো নিয়ম তাই না, হাসি মুখে যাবেন কিন্তু... মাঝে মাঝেই শুনি ছেলে-মেয়ে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেবে বলে তাদের বাবা-মা বাড়ি থেকে চলে গেছে, এখন প্রশ্ন এই মানুষ গুলো কি এখনো আগের মত কর্মক্ষম?? তারা কি করে খাবে? অনেকেই ভিক্ষা বৃত্তি বেছে নেয়... অনেকেই ভিক্ষুক দেখলে ক্ষেপে ওঠেন, এমন ভাব ভঙ্গিমা করে তাড়ান যেন কুকুর তারাচ্ছেন !! কেন ওনাদের কি মানুষ বলে মনে হয় না?? কার সাথে কখন কি হয় বলা যায় না ! এখন তো লাথি মারতেও ভাবেন না ! কিন্তু উনি যদি আপনার বসের মা/বাবা হতেন, তখন তো আদাবের ফুলঝুরি ঢেলে দিতেন ! আমরা কি পারি না এদের জন্য কিছু করতে? আমরা কি পারি না এই মানুষ গুলোর পাশে দাড়াতে? মানুষ না মানুষের জন্য? ওটা কি শুধু কথা? কি বা হবে এত কিছু বলে? লেখাটা পড়ে একটু হা হুতাশ করবেন, তারপর সব আগের মত ! এই যে ছবিটা দিলাম, এই ছবি গুলোই বেশ দামে বিক্রি হয় ! মানুষ অনেক দাম দিয়ে কিনে যায় ! অথচ ছবির মানুষটার দিকে একটা বার ভাবে না, একটা বার তাকে সাহায্য করতে চায় না... অথচ ছবিটা অনেক বড় শিল্পকর্ম বলে অনেক দামে কিনে নেয় ! আপনার কাছে জানতে চাই একটা মানুষের ক্ষুধার কান্নার থেকে একটা ছবি দামি? পরিশিষ্টঃ ছবি টি নিরব নামের একজনের নিকট হতে প্রাপ্ত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।