আমাদের কথা খুঁজে নিন

   

'সমাপ্তি'

স্বপ্নগুলো সত্যির প্রত্যয়ে পথচলা ............
শুভ- কেন এটা সম্ভব নয়? > সব কিছুর একটা কারন থাকে জানি, কিন্তু আমার সমস্যা বুঝতে পেরেছো এটা আমি জানি। শুভ- আমি কি তাহলে চলে যাবো? > তোমার লজিক কি বলে? শুভ- সমাপ্ত তুমি চাচ্ছো বুঝতে পারছি। > তাহলে? শুভ- আমি কি তোমাকে ক্ষমা করবো? > তোমার ইচ্ছা। শুভ- তুমি প্রতারক! > ভালো থেকো। শুভ- এত কিছুর পরও তোমার আরো কিছু বলার আছে না কি প্রতারক? > হু আছে! শুভ- কী? এক নিঃশ্বাসে বলে গেলো... যেখানে থেকো ভালো থেকো, ঠিক মতো যত্ন নিও।

নিজেকে গুছাও, কারন তুমি বড্ড অগোছালো। আমাকে ভুলবে না জানি, কিন্তু ভুলে যেও এতে ক্ষতি নেই বরং ভালোই হবে। জীবন টা খুব সুন্দর জানো? কেউ কারো জন্য নয়। আচ্ছা কেনো এই কথা টা মানো না, বুঝি না। আজ কষ্ট পাবে কিন্তু একদিন এই কষ্ট ভেবে হাসবে।

সত্যি বলছি হাসবে। কয়েকদিন মিছে মিছে খাওয়া দাওয়া বন্ধ করে শরীর কে কষ্ট দিবে, আর অযথা ভাবনা গুলো ভেবে মন কে কষ্ট দিবে। দরকার কি? এক সময় দেখবে দিব্বি ভালো আছো। তাই বলছি আগে থেকে নিজেকে মানিয়ে নেও। আরো একটু কঠিন হতে হবে।

তুমি হতাশা হয়েও না। আজ যে জিনিষ টা হারাবে মনে রাখবে সামনে আরো ভালো জিনিষ তুমি পাবে। সব কিছু খুব সাময়িক। ভেংগে পরো না। জীবন টা বড় বিচিত্র, ভালোবাসা মাঝে মাঝে খুব বেশি অর্থহীন।

এখানে তারাই টিকে থাকে যারা যোগ্যতা অর্জন করতে পারে। এটা বিশ্বাস কর বা নাই করো! তন্বীর আঁখিতে রোদ এসে পড়লো, জল কে তখন মনে হচ্ছিল শিশির বিন্দু, গড়িয়ে তা মিশে গেলো! শুভ অনুভব করতে পারলো কে প্রতারক!
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।