আমাদের কথা খুঁজে নিন

   

আমি ও সমাপ্তি

প্রত্যেক নাস্তিক ও তার নিজস্ব নাস্তিকত্বে আস্তিক,যেমন সকল নাস্তিক ই বলে আল্লাহ নাই ভগবান নাই,আমরা বান্দর থেইক্কা মানুষ হইছি ইত্যাদি কিন্তু এইটাও যে নাস্তিকতার আস্তিকতা সেইটা কি তারা বুঝে!! আমি ও সমাপ্তি আমি আমার জন্য কিছু চাইনে চাই কেবলি সময়ের প্রয়োজনে সময়!! সময় আমাকে কোথাও ছাড় দেয়নি কেবলি টেনে বের করে দিয়েছে সংসার হতে দ্বিধা!! দ্বিধার কারনে মনুষ্য হৃদয় ও দ্বিখন্ডিত হয় খেলা চলে ভাঙ্গা ও গড়ার সকল সময় হৃদয়!! হৃদয়ে প্রশ্ন থাকতেই পারে অপরিচিতা হিসাবে অপরিচিতা বলেই তোমায় ভাল লাগে ভালবাসা!! ভালবাসা নামের এই বস্তু না থাকলে সমুদ্রে ভেসে যেতাম অজানারে খুজতে সমাপ্তি!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।