আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের ভর্তির যোগ্যতা আছে কিন্তু শিক্ষক হওয়ার যোগ্যতা নেই

আমি একজন অতি সাধারণ মানুষ। জীবনের ইচ্ছা বা স্বপ্ন বা ভাবনা গুলি হয়তো বা কোনদিন বাস্তবে রূপান্তরিত করতে পারবো না তাই ব্লগ লিখে আমি আমার ইচ্ছা /স্বপ্ন/ ভাবনা গুলো প্রকাশ করি। ইদানিং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তিতে দেখা যাচ্ছে যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার জন্য নিন্মোক্ত যোগ্যতা দরকার ১। SSC ও HSC উভয়েই ৪.৫ বা ৪(৫ এর মধ্যে) লাগবে। ২।

অনার্স ও মাষ্টার্স উভয়েই ৩.৫(৪ এর মধ্যে) লাগবে। আমার কথা হলো যে, উপরে যে যোগ্যতা চেয়েছে তাতে আমার কোন আপত্তি নেই। তারপরও আমার কি কথা আছে ### বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় SSC ও HSC উভয়েই ৩.৫ হলেই হবে। তার মানে হলো তাদের বেশি টাকা উপার্জনের জন্য এই বিজ্ঞপ্তি দেয়। যদিও প্রতি বছর GPA মান পরিবর্তন হয়।

### একটি ছেলে বা মেয়ে SSC ও HSC results দিয়ে সে তার যোগ্যতাকে কাজে লাগিয়ে বিশ্ববিদ্যালয় বা প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বা মেডিকেল বা অন্যান্য প্রতিষ্ঠান ভর্তি হয়। তার মানে SSC ও HSC results দিয়ে সে তার লক্ষে পৌছে যায়। তাই চাকরিদাতাদের প্রতি আমার আকুল আবেদন এই চাকরী বিজ্ঞপ্তি গুলোতে যেন SSC ও HSC results এর তেমন বেশি গুরুত্ব না দেওয়া হয়। তাছাড়া SSC ও HSC পড়ার বিষয় গুলো চাকরি ক্ষেত্রে তেমন ব্যনহার হয় না। *** একটি ছেলে বা মেয়ে জানে যে SSC ও HSC results খারাপ করলে কি ক্ষতি হয়।

জীবনে সোনার হরিণ চাকরি পাওয়ার ক্ষেত্রে SSC ও HSC results যেন কাল হয়ে না দাঁড়ায়। অনার্স ও মাষ্টার্সের ক্ষেত্রে আপনাদের ইচ্ছা মতে চাইতে পারেন কারণ একটি ছেলে বা মেয়ে অনার্স ও মাষ্টার্সের সময় সে তার ভালো মন্দো বুঝতে পারে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.