আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের প্রেম-১৪

কৃষক blogsaudi@gmail.com

আগের পর্ব Click This Link কিষাণীর স্মৃতি থেকে-৩ শুরু হল তার সাথে পথচলা। ক্লাশ, লাইব্রেরী, মাঝে মাঝে বিরতি, টিএস সি তে চা খাওয়া, পড়ন্ত বিকেলে নদীর পাড় বা বোটানিকেল গার্ডেনে বসে থাকা। শুরুতে আমরা অনেক গুলো বন্ধু একসাথে ঘুরে বেড়াতাম, ধীরে ধীরে আমরা দু'জনে এসে ঠেকলাম। আগেই বলেছি সে ছিল মেধাবী, সেইসাথে ফাঁকিবাজির যত কৌশল আছে তা ছিল তার নখদর্পনে। এই ফাঁকিবাজির কৌশল সে বহুবার ব্যবহার করেছে বাকী দিন গুলোতে।

ফিজিক্স প্র্যাকটিক্যাল ক্লাশে যিনি ডেমোনস্ট্রেশন করাতেন তাঁকে সবাই খুব ভয় পেতাম, রিডিং না মেলা পর্যন্ত ছুটি নেই। আর ও বলতো দাঁড়াও ঝটপট রিডিং নিয়ে নিব, নিত ও তাই। আর সরল দোলকের প্র্যাকটিক্যাল এ আমাকে বলতো তুমি চুপ করে বসে থাকো আমি উল্টা দিক থেকে রিডিং মিলায়ে দিব, দ্রুত রিডিং নিয়ে খাতায় স্যারের সই করিয়ে দেড় ঘ্ন্টার ক্লাশ আধঘন্টায় শেষ করে দে ছুট । পাশেই বোটানিকেল গার্ডেন, এত কৌশলে যে একটি ঘন্টা বাঁচানো হল সেটি সেখানে বসে বা ঘুরে সদ্ব্যবহার করা হত। বড় বড় পাতার একটি গাছ আমি বল্লাম এটা কি গাছ ? ও বলে ওমা তুমি চালতা গাছ চিনো না? আমি বলি চালতা গাছ এত সুন্দর! এত সুন্দর পাতা! তারপর দেখি তাই তো গাছে তো চালতা ঝুলে আছে, পরদিন অবশ্য ও আমাকে লোক দিয়ে চালতা পেড়ে দিয়েছিল চালতার আচার বানিয়ে খাওয়াবো এই শর্তে।

হাটতে হাটতে নানা কথা যার কোনটারই কোন মাথামুন্ডু নেই। এমনি করেই ও আমাকে চিনিয়েছিল জারুল ফুল, হালকা বেগুনী এই রঙটা আমার আগে থেকেই প্রিয়। এই ফুলটার এত সুন্দর নাম দেখে আমি আরো মুগ্ধ! দিনে দিনে আমি আরো চিনলাম রাধাচূড়া, মে ফ্লাওয়ার, হিজল গাছ; চিনলাম কাঁঠালীচাঁপা, স্থলপদ্ম; কিছু কিছু ফুলের নাম আমি জানতাম ও সেগুলোর ভুল নাম বললেই শুরু হত হৈ চৈ। এ যেন এক রুটিন শুরু হল। আমার সিনিয়র রুমমেটরা পিচ্চি ছোট বোনটাকে সারাক্ষন উপদেশ দিতেন, তোমাকে ফার্ষ্টক্লাস পেতে হবে।

আমি ভাবতাম এ আর এমন কি? ছুটির দিনগুলোতে আমার সিনিয়র রুমমেটদের শাসনে সকালের নাস্তা শেষে পড়তে বসতে হত। সকাল দশটা সাড়ে দশটা হলেই হলের গার্ডরা ডাকতেন , আপা আপনার গেস্ট। আমার যেন কানটা খাড়াই ছিল, সাথে সাথে উত্তর দেই, আসছি। আমাদের তিনতলার করিডোরের বারান্দায় দাঁড়ালে রাস্তা দেখা যেত। সেখানে দাড়িয়ে দেখতাম বন্ধুটি এসেছে, ও বলতো নিচে আসতে, আমি ইশারায় বলতাম আসছি পাঁচ মিনিট।

তড়িঘড়ি তৈরী হয়ে নীচে। সোজা নদীর পাড়, বেশ কিছুক্ষন ঘুরেটুরে হলে ফেরা এবং বিকেলে যথারীতি আবার টইটই করে ঘোরা। চলবে...... পরের পর্ব Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.