আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের প্রেম-১১

কৃষক blogsaudi@gmail.com

আগের পর্ব Click This Link কিষাণীর স্মৃতি থেকে (১): - দিনগুলি মোর স্মৃতির পাতায় যে ছবি আকাঁ আছে, সময়ের পথ পরিক্রমায় তাতে ধুলোবালি পড়েছে, অথবা ঝাপসা হয়ে গেছে অনেক ঘটনা। অথবা ঘটনার পরম্পরা এখন আর সাজানো যাচ্ছে না। তারপরও এতদিন পাঠক কৃষেকের স্মৃতিচারণ পড়েছেন। কৃষকের লেখনির সাথে পায়ে পায়ে হাঁটতে হাঁটতে আমি কিষাণিও পৌঁছে গেলাম সেই সোনাঝরা দিনগুলোত। আপনারাও না হয় চলুন আমার সাথে।

বিশ্ববিদ্যালয় জীবন সবার জন্যই একটি স্বর্ণালী অধ্যায়। তারুণ্যে ভরপুর সেই দিনগুলো আমার জীবনের শ্রেষ্ঠসময়। সমস্ত জীবনে এত সুন্দর সময় আর আসবে না। প্রতিটি দিন, প্রতিটি মুহূর্ত আমি উপভোগ করেছি। আনন্দ, উল্লাস, উচ্ছলতা ভরা ছিল সেই দিনগুলো; সেই সাথে ছিল অকারণ অভিমান, তীব্র কষ্ট, বেদনায় নীল হয়ে যাওয়া বিকেল-সন্ধ্যা, নির্ঘুম রাতের নীরব কান্না; তারপরও, আহা আমার সোনার খাঁচার দিনগুলি।

অনেক প্রাপ্তি ছিল, ছিল না পাওয়ার কষ্ট। এই বুঝি জীবন, জীবনের সহজ এবং কঠিন সমীকরণ। বিশ্ববিদ্যালয়ের ৭টি বছর আমাকে পূর্ণ করেছে, আলোকিত করেছে, পরিণত করেছে। যাকে পাথেয় করে আজকের আমি পথ চলছি। আমার এই পথ চলা এত মধুর, এত পূর্ণ কখনোই হতো না, যদি না আমার জীবনে তার আগমন ঘটতো।

কার? পাঠকের চিরচেনা সেই কৃষক এর। এত বছর পর এই লেখার সুবাদে তার প্রতি কৃতজ্ঞতাটুকু জানিয়ে রাখি। ও ছিল বলেই আমি জারুল, রাধাচূড়া, চালতা গাছ চিনেছি, চিনেছি নাম না জানা আরো কত ফুল পাখি। প্রতিটি কাজে সে ছিল আমার সাথী, তাই আমার যা কিছু প্রাপ্তি তাতে তাঁর অবদান অনেক অনেকখানি। কৃষক মশাই আমার সাথে তাঁর প্রেম কে বিষবৃক্ষের সাথে তুলনা করেছেন।

তিনি বিষবৃক্ষ উপন্যাস এর একজন বিশেষ অনুরাগী। আমি তা করতে চাই না। যে প্রেম আমাকে পূর্ণ কেরেছে, আনন্দে ভাসিয়েছে, বেদনায় নীল করেছে; তাকে আমি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন বলে মনে করি। সে প্রেমের কাছে আমি নতজানু। ইতিমধ্যে এর শুরুটা সকলের জানা: সেটি কৃষকের অনুভূতি, এবার কিষানীর অনুভূতিগূলো বলতে চাই; আশা করি ধের্য্যচ্যুতি ঘটবে না।

অপেক্ষায় থাকুন...... চলবে...... পরের পর্ব Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.