আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ববিদ্যালয়ের প্রেম-১৫

কৃষক blogsaudi@gmail.com

আগের পর্ব Click This Link কিষাণীর স্মৃতি থেকে-৪ আমি কান পেতে রই বন্ধুটি যখন আউরাতো হেলাল হাফিজ, কেউ কথা রাখেনি অথবা কথোপকথন, মাঝে মাঝে আমিও সুর মেলাতাম: নান্দনিকতার বিচারে তার হয়তো তেমন মূল্য নেই, তবু আমি মুগ্ধ হয়ে তাকে দেখতাম। আমি তার মাঝে খুঁজে পেতাম বিপুল প্রাণশক্তি, সে যেন এক ছুটে চলা ঝরনা, থামতে জানে না শুধু ছুটে চলে। আমি সেই ঝরনাকে ছুঁয়ে দেখতে যেয়ে নিজেই ভেসে গেলাম, আমার আর কোন আলাদা অস্তিত্ব থাকেনি। আমার কাছে তাকে মনে হত একটা পাগলা ঘোড়া, অস্থির, চঞ্চল; যাকে বশে রাখা খুবই কঠিন-পড়ে বুঝেছি আসলেই কত কঠিন! তবু এই পাগলা ঘোড়াটা যখন আমার কাছে থাকতো তখন বড্ড শান্ত, চুপচাপ; যেন বশ মেনেছে। তার প্রতি গভীর মমতায় আমার মন ভরে উঠতো।

মন বলতো আহারে পাগলাটা! ক্লাশে সে আমার পাশে বসতো নইলে ঠিক পিছনে। সারাক্ষন দুষ্টুমি, এই কমেন্ট করছে, নয়তো চিরকুট লিখে আমাকে দিচ্ছে। আমি আবার বরাবরই ক্লাশে খুব সিরিয়াস, তারপরও তার এসব দুষ্টুমিতে ফাঁকে ফাঁকে অংশ নিতাম। এত হৈচৈ, দুষ্টুমি, আনন্দে দিন কাটতে কাটতে কখন যে আমার মনে রঙ লাগলো, চোখে নেশা লাগলো বুঝতেই পারিনি। আমি কোএডুকেশন স্কুল কলেজে পড়া মেয়ে, ছেলেবন্ধুদের সাথে মিশতে আমার মনে কোন প্রতিক্রিয়া কখনো হতো না।

আমি দেখতে নেহায়েত মন্দ না, তবু কোন তরুনের মুগ্ধ চোখের দিকে আমি ফিরেও তাকাতাম না। আমি একটু উদাসীন টাইপের, রমনীসুলভ ছলাকলা, ন্যাকামি কম জানি। আমি চেয়ে থাকি, তবে লক্ষ্য করিনা। এই রকম যে আমি, সে কিনা এই পাগলা ঘোড়াটার দিকে লক্ষ্য করা শুরু করলো! আগে একবার বলেছি তার সব পাগলামি, দুষ্টুমি আমার ভাল লাগতো, মজা লাগতো। এখন আরো কিছু নতুন ব্যাপার যোগ হল।

যখন পাশাপাশি বসে পড়তাম তখন চোখে চোখ পড়লে বুকের মধ্যিখানে শুনতে শুরু করলাম নূপুরের রিনিঝিনি। এই ঝংকার আরো হত যখন ক্লাশ করার সময় দৃষ্টিসীমায় তাকে দেখতাম অথবা করিডোরে দুর থেকে তাকে হেঁটে আসতে দেখতাম। বুকের ভেতরকার এই সুখের কাঁপন আমি সমস্ত সত্তা দিয়ে উপভোগ করতে লাগলাম, কান পেতে শুনতে লাগলাম নূপুরের সেই ঝংকার। আমার একবারও মনে হযনি এটা কেন হয়, কেন হচ্ছে, ভাল কি মন্দ হচ্ছে! আমি শুধু জানি আমার ভালো লাগে। আমি মোহাবিষ্টের মত জড়িয়ে পড়ি , আমরি মন মস্তিস্ককে কোন প্রশ্ন করার সুযোগই দেয় না।

চলবে........ পরের পর্ব Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.