আমাদের কথা খুঁজে নিন

   

‘হরতালে মা মইরা গেল রে’...ঃঃঃ

ঃঃঃঃ চল বহুদূরে...নির্জনে আড়ালে লুকোই...ঃঃঃ শশি আক্তার গতকাল সন্ধ্যায় নারায়াঙ্গঞ্জ থেকে সিএঞ্জি করে তার অসুস্থ মা'কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে, ভর্তি করার পর ডাক্তারদের শত চেষ্টার পরও তিনি মারা যান। ‘হরতালে আমার মা মইরা গেল রে’ বলে আহাজারি করছেন শশী আক্তার। তাঁকে দেশের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথা ভাবা হচ্ছিল। কিন্তু হরতালের কারণে বিদেশে নিয়ে যাওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা করা সম্ভব হচ্ছিল না। .........সূত্রঃ প্রআ হরতাল আহবানকারীরা সবসময় বলে আসে যে জরুরী সা্ভিসগুলো হরতালের আওতা মুক্ত থাকবে।

বাস্তবে পিকেটাররা তা মানছে না। প্রায়ই এম্বুলেন্স, দমকল এর গাড়িগুলোর উপর হাসলা হচ্ছে। সে ভয়ে এখন হরতালে এম্বুলেন্স সার্ভিস পাওয়া কঠিন বিষয় হয়ে দারিয়েছে, বিশেষ করে দুরের পথে। পেলেও মতা টাকা গুণতে হয় রোগীর অভিভাবককে। দলগুলো তাদের নেতা কর্মীদের, যারা পিকেটিং করে, তাদের হেন কাজ থেকে বিরত থাকার নির্দেশ দেয়া উচিৎ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।