আমাদের কথা খুঁজে নিন

   

গ্রহের সংসার ও পরমাণুকাল

গ্রহের সংসার ও পরমাণুকাল ক পুনরায় নূহের প্লাবন থেকে আমিই বেঁচে যাবো। প্রেমহীন তপস্যার রাত চাঁদোয়া হয়ে স্থির থেকে যাবে মাথার উপর । বিধ্বস্থ বৈভব আমাকে সনাক্ত করে দেখাবে প্রত্নদুপুর। চিহ্নিত খলচিত্র আর শোষকদের মমি দেখে দেখে আমি লিখবো নিমগ্ন নৃতত্ত্বকথা । যথানিয়মে সাজানো গ্রহের সংসার , সাম্রাজ্য এবং সবুজ সবকিছুই দখল করে নেবে আনবিক পরাশক্তি ।

ভক্তিবিশ্বাসকামী রোদ বিরহে দেশান্তরী হবে । আমি থেকে যাবো,ধ্বংসের অনন্ত আলোয় চোখ বুজে আত্মত্যাগী সমুদ্র যেমন সখী খুঁজে শেষ করে সপ্তম সন্ন্যাস । খ বৈশ্য বাঈজীর চোখ হয়ে জেগে থাকে রাতরহস্য । চাঁদের চারপাশে ধনতান্ত্রিক ধাতু লিখে নৃত্যপর্বের ষষ্ঠকথন , যন্ত্রস্থ ভাঁজ পরিক্রমায় । সমাপ্ত যুদ্ধচিহ্ন বুকে নিয়ে আমরা ঢেউসংখ্যা গুনি ।

শুনি ঐক্য ইন্দ্রিয়ের গান । পাষান - বন্দী বন্দনার আকাশে কমতে থাকে তারা সংখ্যা । একদিন তারাশুন্য হবে ভালোবাসার অসীম নীলায়তন । প্রেষণ -পোষণে । নিশ্চল নিদ্রার কাছে সমর্পিত ভোরগুলো উড়ে , যাবে অদূর আকাশে ।

গেঁথে রবে তারা হয়ে,পাথর যেমন করে শুন্যস্থান পূরন। ঘুমের ঘনত্ব মেপে অতঃপর এই রহস্যরাত ,লিখে নেবে সম্পূর্ণ স্তনবৃত্তান্ত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।