আমাদের কথা খুঁজে নিন

   

ভারতীয় টেলিযোগাযোগ কোম্পানী পাচ্ছে থ্রি-জি লাইসেন্স?

থেমে যাবো বলে তো পথ চলা শুরু করিনি। সূত্রঃ Click This Link বিদেশি একটিসহ দেশি মোবাইল সার্ভিস প্রোভাইডার টেলিটক ছাড়াও তৃতীয় প্রজন্মের (থ্রিজি) সেবা দেয়ার সুবিধা পাচ্ছে আরও দুটি প্রতিষ্ঠান। দেশে সেবা প্রদানে বিদ্যমান পাঁচটি বহুজাতিক মোবাইল সেবা প্রদানকারী প্রতিষ্ঠানের মধ্যে লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে এগিয়ে রয়েছে এয়ারটেল ও রবি। ফলে দেশের মোবাইল জায়ান্ট গ্রামীণফোন ও বাংলালিংক আপাতত এই সুবিধা পাচ্ছে না। অন্যদিকে বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে এই অনুমোদনের জন্য এগিয়ে রয়েছে ভারতের টাটা ও রিলায়েন্স।

এ দুটি প্রতিষ্ঠানের মধ্যে অনুমোদন পাবে যে কোনো একটি মোবাইল সার্ভিস প্রোভাইডার। টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা বিটিআরসির একটি নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য জানা গেছে। সেলুলার মোবাইল ফোন সার্ভিস (থ্রিজি/ফোরজি/এলটিই) রেগুলেটরি লাইসেন্স গাইড লাইন-২০১২ নীতিমালার ভিত্তিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সূত্রমতে, আগামী সপ্তাহে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে অনুষ্ঠেয় বৈঠকে বিষয়টির পূর্ণ অনুমোদন দেয়া হবে। আর নির্বাচিত এই অপারেটররা থ্রিজি লাইসেন্স গ্রহণের পর বিটিআরসির অনুমোদন নিয়ে তাদের নেটওয়ার্ক ফোরজি বা লং টার্ম ইভালুয়েশন- এলটিইতে উন্নীত করতে পারবে।

এজন্য কোম্পানিগুলোকে অতিরিক্ত কোনো অর্থ দিতে হবে না। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.