আমাদের কথা খুঁজে নিন

   

"এপিঠ ওপিঠ"

আমার সম্পর্কে আমি এখন কিছু বলব না, আস্তে আস্তে জানতে পারবেন। এক বাবা ম্যাগাজিন পড়ছিলেন তখন টার ছোট মেয়ে তাকে খুব বিরক্ত করছিলো। তাই তিনি তার মেয়েকে যেকোনো একটা কাজে ব্যাস্ত রাখার জন্য একটি পাতা ছিঁড়লেন যেখানে পৃথিবীর মানচিত্র আকা ছিল এবং তিনি এটাকে কয়েকটি টুকরো করে ছিঁড়ে তার মেয়েকে বললেন তার রুমে গিয়ে সে যেন এটা মিলিয়ে আবার পুরো ম্যাপ বানিয়ে নিয়ে আসে!! তিনি নিশ্চিত ছিলেন মেয়ের এই কাজ করতে বেস সময় লাগবে .. কিন্তু কিছুক্ষনের মধ্যেই মেয়েটি ফিরে আসলো আর একদম ঠিক ভাবে ম্যাপ জোড়া দিয়ে! যখন তিনি জিজ্ঞেস করলেন তুমি কিভাবে এত তাড়াতাড়ি ম্যাপ ঠিক ভাবে জোড়া লাগাতে পারলে? তখন তার মেয়ের উত্তর, ”ওহ বাবা এর অন্য পাশে এক লোকের মুখের ছবি ছিল ... আমি ওই মুখটা কে ঠিক করেছি ম্যাপ ঠিক করার জন্য” এই গল্প থেকে শিক্ষণীয় হচ্ছেঃ আমরা এই পৃথিবীতে যা ই দেখিনা কেন সব সময় ই এর একটা অন্য পাশ আছে! যখন আমরা কোন চ্যালেঞ্জ বা কঠিন অবস্থাতে পড়ি তখন তার অন্য পাশ এ নজর দেয়া উচিৎ তাতে সেই কঠিন সমস্যার সহজ কোন সমাধান বের হয়ে আসতে পারে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।