আমাদের কথা খুঁজে নিন

   

শিক্ষাঙ্গনে রাজনীতি নিষিদ্ধের আইনটি আমাদের দেশেও হওয়া অতীব জরুরী

ছন্দহীন জীবন বড়ই নীরস ইন্ডিয়ার আদালত শিক্ষকদেরকে রাজনীতিমুক্ত থাকতে বলেছে। আমাদের দেশেও এটা হওয়া এজন্য জরুরী যে, ছোটবেলা থেকেই আমরা রাজনীতিতে জড়িত হয়ে যাওয়ার কারণে ভালো-মন্দ বাছবিচার না করেই সবকিছু রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে বিচার করি। ব্লগেও সেই একই অবস্থা। এখানকার শিক্ষিত লোকেরা স্বাধীনভাবে নিজের বুদ্ধি-বিবেচনা দিয়ে সবকিছু বিচার করবে, তা না। তাদের নেতা বা গুরু যা বলেছে, তাই অন্ধের মতো তারা মেনে নিচ্ছে।

এমনকি তারা এমনসব ভাষা ব্যবহার করছে, যা কল্পনাও করা যায় না। অনেকে বলতে পারেন, এগুলো তারা লিখলেও সত্যিকারার্থে তারা এরকম না। অবশ্যই তারা এরকম। কারণ যার চিন্তা-ভাবনা যেরকম, কর্মে তা প্রকাশ পায়। দলীয় সংকীর্ণতা এখন আমাদের আদালত এবং বঙ্গভবনেও।

এর ফলে অপরাধীরা আরো বেপরোয়া হয়ে উঠছে। আবার যারা দলীয় ধান্ধার কারণে অবৈধ আয়ের রাস্তা পেয়ে যায়, তারা আর মেধা খাটিয়ে দেশ-দশের জন্য কিছু করতে চায় না। সুতরাং দেশের অগ্রগতির জন্যও এটা জরুরী। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.