আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে যখন আসলাম একটা পোস্ট দিয়া-ই যাই (সবাইকে একটু বাঁশ দিয়া যাই)

© ২০০৬ - ২০১১ ত্রিভুজ বাংলাদেশের গ্রামগুলোতে একধরনের মানুষ থাকে, এরা মামলাবাজ নামে পরিচিত। গ্রাম থেকে শহরে/গঞ্জে আসলে এরা নাকি বলে, 'আসছি যখন একটা মামলা দিয়া যাই'। কোন কাজে শহর/গঞ্জ ভ্রমণটা এরা এভাবেই সার্থক করে। অনেকদিন পর ব্লগে আসলাম, ভাবলাম একটা পোস্ট দিয়া যাই। কি দেব ভাবতে ভাবতে মনে পড়লো একসময় আমরা যখন ফোরামিং করতাম তখন ফোরামে পোস্ট করার মত কিছু না পেলে নিজের ডেস্কটপের চেহারা দেখিয়ে দিতাম। আর শুরু হয়ে যেত তুলকালাম... কার ডেস্কটপে কত আইকন আর গ্যাজেট (প্লাগইন) আছে সব অন করে প্রিন্টস্ক্রিন - পোস্ট। তো, আমার ডেস্কটপে আসলে কি আছে? ছবিঃ বাঁশ, বাংলাদেশের জাতীয় বৃক্ষ হওয়া উচিত। তো, শুধু নিজের ডেস্কটপের ছবি দেখাতে এই পোস্ট না, এই পোস্টের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকেও "বাঁশ" দেয়া। এই নিন, বাঁশ (HD, তাও মাইনাস ডট কমে আপলোড করা) ! সবাইকে কঞ্চিযুক্ত বাঁশের শুভেচ্ছা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.