আমাদের কথা খুঁজে নিন

   

ব্লগে এলেই ছাগুদের ল্যাদানি দেখা যায় , আসুন কিছু ঐশী বাণী শুনি ,কোনভাবেই ১৮++ পোষ্ট নয়

আপাতত স্ট্যাটাস দেবার মত স্ট্যাটাস খুজছি .........ফেবুতে https://www.facebook.com/stimulators তে আছি । আজকে দেখি মগবাজার থেকে নয়া নয়া কিছু নাদুস নুদুস বাচ্চা ছাগু আমদানী হয়েছে , তাদের ল্যাদানিতে সমগ্র ব্লগ এ দুর্গন্ধে টেকা যাচ্ছে না । কি আর করবেন এদিকে এসে কিছু ঐশী বাণী থুক্কু স্ট্যাটাস শুনুন জনৈক ব্লগার জিজ্ঞাসিলেন আমাকে ছাগু কাহাকে বলে আমি বলিলাম যারা মগবাজারী গেলমান শিবির এর ব্রেইন ওয়াশড গেলমান সারাদিন তালগাছ নিয়া বসে থাকে আর কিছু কইলেই পিছলানো শুরু করে তারপর জিজ্ঞাসিলো আচ্ছা তাদের চিনবো কি করে ? আমি বলিলাম খুব সোজা - অফ পেমেন্ট মৌসুমে ১৮++ ছবি সুশিল রা দূরে থাকুন এই টাইপ পোষ্ট দেয় । কিন্তু অন পেমেন্ট টাইমে জাফর স্যার এর কে নিয়ে কিছু পাইলে বলে উঠে সুশিল এর শিরোমণি কি করলো হায় হায়........... আরে একটু আগে না নিজেই কইলো সুশিল রা তোর থেকে দূরে থাকতে এখন তুই দেখি সুশিল এর পিছনে যাস কেন ? ছাগু আমারে কয় - কি কমু হুজুরে আলা যে পেমেন্ট দিবে না , হালাল করতে হবে না । আমি কই ও আচ্ছা তো তোমার হুজুর কি করে ? ছাগু - জেনিফার লোপেজ এর ছবি দেখে মানুষের ধর্মানুভুতি এখন যৌনানুভুতির চেয়েও প্রখর হয়ে গ্যাছে! কোথায় কেন আঘাত পাচ্ছে সেটাই বুজা বড় মুশকিল! ৭১ রে ধর্মের দোহাই দিয়ে রাজাকার ০ পাকি শুয়োরের বাচ্চারা খুন ধর্ষণ করছে এটা বললেও অনেকের ধর্মানুভুতিতে আঘাত লাগে, সামু ব্লগের এক শুয়োর উডেন মোল্লা আছে- সে বলে রাজাকার বাইডিফল্ট জামায়াত, জামায়াত মানেই রাজাকার নয়,! এইখানেও ধর্মের কারণে জামায়াতের পিঠ বাচানোর চেষ্টা! মানুষের ধর্মানুভুতি মেয়েদের টি-শার্টের ভাজের ঊচানো বুক দেখেও পুটু মারা খায়, ইয়াসীম ইকবালের হাতের সোবে জেন ব্লেন্ড আইস টি এর বোতল, দেইখা মদ ভাইবা ইমানী ডান্ডা খাইড়াইয়া যায় অনেকের, অনেকেই সাবান নিয়া টয়লেটেও দৌড়াদৌড়ি করা শুরু করে! এরা আমাদের, আমাদের ভাই, বন্ধু যাই হোক না কেন- আমার কাছে পুরোই শুয়োর, আমি এদের লাথাইয়া বিচি গালাইতে পছন্দ করি, কারো স্বজনানুভুতিতে আঘাত লাগলে কিছুই করার নাই।

ভাইজানেরা , ম্যালা তো ব্লগে, এফবিতে শিবির-জামায়াত পিটাইয়া লালে লাল কইরা ফালাইলেন এইবার একটু মাঠে কাজ করেন, এলাকায় কচি কচি পোলাপানরে হুর পরীর লোভ দেখাইয়া যে শিবিরের গেলমান বানানো হয় সেইদিকে নজর দিয়ে নিজের এলাকার প্রগতিশীল পোলাপান নিয়ে তাদের বাধা দেন! নইলে ব্লাসফ্লেমী আইন যদি এইদেশে দেখতে হয় তাইলে পরবর্তী প্রজন্ম আমাদের-আপ্নাদের ক্ষমা করবে না! কি করবেন , চিন্তা করে দেখুইন! শুধু শ্লোগানে নয়, এবার সময় আসছে একটা পরিকল্পিত প্রতিরোধ এবং প্রতিশোধের। ফেসবুক নেটওয়ার্ক ব্যবহার করে একটা জাতীয় কমিটি করা হোক, সেখানে বেছে বেছে পরীক্ষিত মেম্বারদের যোগদানের ব্যবস্থা করা হোক, একজন মেম্বার অন্যএকজন মেম্বারকে সাজেস্ট করবে, তারা জামাতিদের বিরুদ্ধে এই সম্মুখ যুদ্ধের প্রতিকল্পনা, ফান্ড এবং সমস্ত সম্ভবনা নিয়ে মিটিং করবে। এবং সারাদেশে কমপক্ষে ৫০ হাজার ছাত্রের একটা কমান্ডো গ্রুপ তৈরি করবে যারা যে কোন সময় ঝাপিয়ে পড়তে প্রস্তুত থাকবে। কাজটা কি খুব অসম্ভব কিছু? বোরকাবিহীন নারীকে দেখে পুরুষের কামভাব জাগ্রত হলে বোরকাবিহীন পুরুষকে দেখলে নারীরও কামভাব অবশ্যই জাগ্রত হয়। তাই, এখন থেকে নারীর মতো পুরুষও অবশ্যই বোরকা পরে পথে নামবে।

যে পুরুষের গলা দূর থেকে শোনা যাবে, তার জিহ্বা সেই পর্যন্ত টেনে নেয়া হবে; বুকের যতগুলো পশম দেখা যাবে, সেখানে ততগুলো সাপ গজিয়ে তাকে দংশন করবে। কামের দোহাই দিয়ে কাউকে কোনো আলাদা পোশাক পরতে বাধ্য করা যাবে না। বোরকা হয় সবার জন্য, অথবা কারো জন্য নয়। ধর্মের ঢাল ব্যবহার করে জামায়াত, শিবির, হিজচুতিয়ারা তাদের ইসলামী রাষ্ট্রকায়েমের স্বপ্নদোষ বিস্তৃত করেই যাচ্ছে! এখন তাদের আঘাত করতে হলে কিছুটা আঘাত ঢালসদৃশ ধর্মের গায়েও পড়ে! কিন্তু অইসময় আমাদের মত হিপোক্রেট মানুষের ধর্মানুভুতিতে আঘাত প্রাপ্ত হয়! তখন আমরা কু কু করে বলি- জামায়াত, শিবির, হিজচুতিয়ার আর ইসলাম সমার্থক নই!! আইচ্ছা মেনে নিলাম। কিন্তু কথা হচ্ছে- আমাদের মত মডারেট সাধারণ ধর্মানুভুতি সম্পর্ণ মানুষেরা কয়জন জামায়াত, শিবির বা হিজবুতিদের বিরুদ্ধে কথা বলি বা নিজের এলাকায় এদের দাওয়াতী কাজকর্মে বাধা দেই? খালাত ভাই এর মাথায় শিবিরের পোকা ডুকছিলো, থাপরাইয়া পোকা নামাইছি ! আপনাদের ছোট ভাই, ভাগ্না, ভাগ্নি কেঊ এই ধরনের কিছু করতে গ্যালে লাথি মারতে মারতে ঠিক করার অনুরোধ করা হইলো ( বুজাইয়া ঠিক করতে পারবেন না ) এসব ঐশী বানী আরো পেতে চলে আসুন আবার যুদ্ধে যাবো! রাজাকার নিধনে যাবো।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.