আমাদের কথা খুঁজে নিন

   

আমি নিম্ন লিখিত সমস্যায় আছি- সমাধেনে সাহায্য চাই

নিজেকে আদিবাসী হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করি। আমাদের জাতিস্বত্তার সাংবিধানিক স্বীকৃতি নেই! কিন্তু আমরা আমাদের অধিকার আদায়ের জন্য সোচ্চার। ১। আমি কিছুদিন পূর্বে পেশাগত সূত্রে নতুন অফিসে জয়েন করি। আগে যে অফিসে জব করতাম-সেই অফিসে Internet Explorer ও Google Chrome ব্যাবহার করতাম-যেখানে আমার ইন্টারনেট সংক্রান্ত সকল পাসওয়ার্ড সেভ করা ছিল।

সেইসব সেইভ করা পাসওয়ার্ড অনেকগুলোই আমার মনে নেই-দূর্ভাগ্য জনক ভাবে পাসওয়ার্ডের ব্যাক আপও নেই। নতুন অফিসে Internet Explorer-এ অনেক সাইট ওপেন হয়না। এমনকি সামহোয়্যারইনব্লগও ওপেন হয়না। যার কারনে আমি পুরনো অফিস ভিন্ন অন্য কোথাও থেকে আমার নিকে লগইন হতে পারিনা। ২।

আমি অভ্রতে টাইপ করি। নতুন অফিসে অভ্র ডাউনলোড করে টাইপ করি। কিন্তু নানান সমস্যার সম্মুখীন হচ্ছি। যেমন আমি যদি ভাই লিখতে চাই হয়ে যায় “"ভ্যাই"”। নেই লিখলে হয়ে যায়-"নিনিই"! বেশী লিখতে গেলে হয়ে যায় “"বেসেয়ে”"।

আর লিখতে চাইলে হয়ে যায় "আড়"! তখন আমাকে একটা একটা অক্ষর লিখে কেটে জোড়া দিয়ে কাংখীত শব্দটা লিখতে হয়! উল্লেখ্য যে, আমি অভ্র নতুন করে ডাউনলোড করে নিয়েছি-কিন্তু সমস্যার কোনো সমাধান হয়নি। এমতাবস্থায় আপনাদের কাছে বিনীত ভাবে জানতে চাই-আমি উল্লেখিত সমস্যার সমাধান কিভাবে পেতে পারি? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.