আমাদের কথা খুঁজে নিন

   

নিম্ন বিত্তের সংসার

"পসার বিকিয়ে চলি জগৎ ফুটপাতে, সন্ধ্যাকালে ফিরে আসি প্রিয়ার মালা হাতে"

নিম্ন বিত্তের সংসার (নাফিস ইফতেখারের সৌজন্যেঃ উচ্চবিত্তের দর্পণে) ছাপোষা এক কেরাণী আমি ঘরে শুধুই অভাব দেখি, পাঁচ পাঁচটা সন্তান আমার আরেকটা শুধু হতে বাকি। নুন আনতে পান্তা ফুরোয় বউয়ের মুখে ঝামটা, দুই এক মাস ভালই চলে পেলে টাকার খামটা। এক কাপড়ে অফিস করি ঘামের গন্ধ বুঝতে পারি, আমি নাহয় চালিয়ে নিলাম, বউয়ের আধময়লা শাড়ী। মুদি দোকানে বাকির হিসেব হয়না পূরণ কোন মাসে, ঘর ভাড়াটাও জমে থাকে বাড়িওয়ালার নোটিশ আসে। অফিস কলিগ দেয়না ধার আগের হিসেব টেনে বলে, আরে মশাই পেয়েছন কী! ধার করে কি সংসার চলে? লজ্জা শরম নেইতো এখন অভাব ঘরে সয়না জ্বালা, পেটের দায়ে করবো চুরি সবখানেতেই ঝুলছে তালা। অফিস থেকে ফিরলে ঘরে ছেলে মেয়ে বায়না ধরে, স্কুল ড্রেসের এমনই দশা- বন্ধুরা নাকি ঠাট্টা করে! বুঝতে পেরে চুপ করে যাই দেবার মতো সাধ্য নাই, ঈদের বোনাস পেয়ে এবার যার যা লাগে দেবো তাই। সুযোগ পেলে আটকে ফাইল একটু কিছু পাবার আশায়, ভয়টা শুধু এই লোভেতেই বয়সকালে চাকরি না যায়! ঘরের অভাব মিটাতে এবার নিজের ভুল করছি স্বীকার, দুইটা হলে যেমন তেমন- এক সন্তানেই সুখী পরিবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.