আমাদের কথা খুঁজে নিন

   

নিম্ন মানের লিখা

সত্যের ধারে কাছেও আমি যাই না । সকল সময় আমি মিথ্যা কথাই বলি । এখন যা বলছি হয়তো এটাও মিথ্যা !

বাংলা ভাষার মার্জিত স্বরূপ কিংবা সাবলীল শব্দবিন্যাস আমার কাছে যথেষ্ট জটিল বলে মনে হয় । হয়ত এই কারনবসতই এস.এস.সি তে বাংলায় ধরা খেয়েছি । মাঝে মাঝে ফেইসবুকে তথাকথিত লেখক সেলেব্রেটীদের লিখা দেখে স্ব-আত্মায় লেখক ভাবের জাগরণ হয় ।

কিছুটা ঢোল পেটানোর মত হলেও ভালভাবে বলতে পারি তাদের থেকে অনেক ভালো লিখার ক্ষমতা আমার রয়েছে । এত নিশ্চিত হয়ে বলার কারন আমার লেখক প্রতিভার অহংকার নয় বরং উক্ত সেলেব্রেটিদের লেফাফাদুরস্তি বা বিকৃত বাংলা লিখার প্রতিভা ।
বর্তমানে DSLR এর সুবাদে যেমন ঘরে ঘরে ফটোগ্রাফার জন্ম নিচ্ছে তেমনি ফেইসবুকের গুনে জন্ম নিয়েছে হাজার হাজার লেখক । ( তাদের মাঝে অবশ্যই অনেক প্রতিভাধর রয়েছেন । আমি তাদের কথা বলছি না ।

কারন সমালোচনা তাদের করতে হয় যাদের সাথে প্রতিযোগিতায় জয় পাওয়া সম্ভব । ) কিন্তু প্রতিভাধর লেখক ছাড়া বাকি লেখকরা কি করছেন ? স্বভাবতই উল্লেখিত দুই প্রজাতির মানব সম্প্রদায় যে ফটোগ্রাফি এবং বাংলা সাহিত্যকে আধুনিক করতে গিয়ে ফটোগ্রাফি এবং সাহিত্তের যে চৌদ্দ গুষ্টি উদ্ধার করে দিচ্ছে তার অনুভুতি বোধ করি অনেকের মনেই স্থান নেয়ার যোগ্য হিসেবে গণ্য হয় না ।
অনেকেই বলতে পারেন গাইতে গাইতে গায়েন হয় । তেমনি লিখতে লিখতে লেখক হবেন স্বাভাবিক । অন্যের লিখার এবং বলার স্বাধীনতায় হস্তক্ষেপ করার অধিকার আমার নেই ।

তেমনি স্বাধীনতা যখন উন্মাদনায় পৌছায় তার বিরুধীতা করাও আমার অধিকার এবং আমার অধিকারে কারো হস্তক্ষেপ করার অধিকার অন্য কারো নেই ।
আপনি সাহিত্য চর্চা করেন তাতে আমার কোন বাধা নেই । কিন্তু সাহিত্য চর্চা করতে গিয়ে সাহিত্য বিকৃতি করা হয় তখনই বাঁধা দেয়ার প্রশ্ন উঠে । আমি তাদের বিরুদ্ধে নই যারা বাংলা ভাষাকে নিয়ে খেলা করে । আমি তাদের বিরুদ্ধে যারা খেলার ছলে বাংলা ভাষাকে বিকৃত করে ।

‘মা’ এর সাথে ‘মা’ যুক্ত হয়ে ‘মামা’ হয় । তাই বলেকি আপনি , ‘গা’ এর সাথে ‘গা’ যুক্ত করে ‘গাগা’ বানিয়ে দিবেন ?
ব্যকরনের সন্ধি সমাস দ্বারা নতুন শব্দ তৈরি করা যায় ঠিকই , কিন্তু ইচ্ছেমত শব্দ তৈরি করে নিজেকে প্রতিভাধর না ভেবে ব্যকরনে অজ্ঞানী ভাবাই শ্রেয় নয় কি ?
বাংলা শব্দের জন্য বাংলা অভিধান রয়েছে । আর নিজে যদি শব্দ বানিয়ে থাকেন তাহলে বাংলা অবিধানে শব্দটি যোগ উত্তর ব্যবহার করাই ভাল ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.