আমাদের কথা খুঁজে নিন

   

নিম্ন ও মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট নির্মাণ পরিকল্পনা সরকারের

দেশের প্রতিটি উপজেলায় ফ্ল্যাট নির্মাণ করে নিম্নবিত্ত ও মধ্যবিত্তের মধ্যে নির্দিষ্ট মূল্যে বিক্রি করার জন্য সরকারের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আব্দুল মান্নান খান। মঙ্গলবার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এম. আবদুল লতিফের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। প্রতিমন্ত্রী আরো জানান, এরইমধ্যে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) উত্তরার ১৮ নম্বর সেক্টরে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য ২০ হাজার ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এছাড়া ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, দিনাজপুর জেলায় প্রকল্প নেওয়া হয়েছে। একই বিষয়ে আমিনা আহমেদের প্রশ্নের জবাবে আব্দুল মান্নান খান বলেন, “সহজ শর্তে দীর্ঘ মেয়াদী কিস্তিতে পরিশোধের সুযোগ দিয়ে নগরে বসবাসরত নিম্ন মধ্যবিত্ত ও মধ্যবিত্তের জন্য ফ্ল্যাট তৈরি করে বরাদ্দ দেওয়ার জন্য সরকারের চিন্তা-ভাবনা রয়েছে।

এ লক্ষ্যে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে মিরপুর-১১ নম্বর সেকশনে সরকারি অর্থায়নে ১টি প্রকল্প এবং ভাষানটেকে স্ব-অর্থায়নে ১টি প্রকল্প নেওয়া হয়েছে। প্রকল্প ২টি অনুমোদনের প্রক্রিয়াধীন রয়েছে। আশা করা যায় বর্তমান সরকারের মেয়াদেই প্রকল্পের কাজ শুরু করা সম্ভব হবে। ” পিনু খানের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, স্বাধীনতার পর থেকে বর্তমান পর্যন্ত শিল্পী, সাহিত্যিক ও ক্রীড়া ব্যক্তিত্বের জন্য নির্ধারিত কোটায় মোট ৩০১ জনকে প্লট বরাদ্দ দেওয়া হয়েছে। নুরুল ইসলাম সুজনের এক লিখিত প্রশ্নের জবাবে গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী বলেন, “দেশব্যাপী এই মন্ত্রণালয়ের অধীনে স্থাপনার সংখ্যা ৫৪ হাজার ৪৫৯টি।

এর মধ্যে গণপূর্ত অধিদপ্তরের অধীন ১৬ হাজার ১৫৯টি, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের অধীন ৩৮ হাজার ১৩৫টি, রাজউকের অধীন ৫০টি চউকের ৩৮টি এবং কেডিএ এর অধীন ৪৯টি। এছাড়াও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের অধীন ১২টি, হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটের অধীন ৫টি ও স্থাপত্য অধিদপ্তরের ১টি স্থাপনা রয়েছে। প্রতিমন্ত্রী বলেন, “ঢাকা শহরের ওপর চাপ কমানোর জন্য গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় রাজউক ও জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে ঢাকা শহরের চারপাশে একাধিক উপশহর গড়ে তোলার উদ্যেগ নিয়েছে। উপশহর প্রকল্পগুলোতে প্লট ও ফ্ল্যাট উভয়েরই সংস্থান রাখা হয়েছে। এছাড়া প্রতিটি বিভাগীয় ও জেলা শহরে পরিকল্পিত আবাসিক এলাকা তৈরির জন্য সরকারের পরিকল্পনা রয়েছে।

এ লক্ষ্যে ৬টি বিভাগীয় শহর এবং ৯টি জেলা শহরে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষের মাধ্যমে আবাসিক প্রকল্প বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। এছাড়াও অনেক উপজেলাতেও আবাসিক প্রকল্প নেওয়া হয়েছে। ” ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.