আমাদের কথা খুঁজে নিন

   

হরতালে দুর্ভোগ সীমান্ত পারাপারের যাত্রীদের  

সকাল থেকে দূরপাল্লার কোনো বাস বেনাপোল না ছাড়ায় বিভিন্ন বাস কাউন্টার ও আবাসিক হোটেলে অবস্থান করছেন যাত্রীরা।
তবে, ট্রেন চলাচল স্বাভাবিক থাকায় অনেকেই রেলপথে গন্তব্যে যাত্রা করেছেন।
ঈগল পরিবহনের স্থানীয় কার্যালয়ের প্রধান এম আর রহমান রাশু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মালিক ও শ্রমিক নেতৃবৃন্দের নির্দেশে বাস বন্ধ রাখা হয়েছে।
নতুন কোনো সিদ্ধান্ত না এলে রাতে বাস ছাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি।  
বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক কামরুজ্জামান জানান, ভারত-বাংলাদেশ পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।

তবে আউটগোয়িং পাসপোর্টধারী যাত্রীর সংখ্যা অন্য দিনের তুলনায় কম।
ঢাকার এক ব্যবসায়ী সমেস্বর গোলদার বলেন, স্ত্রী ও শাশুড়িসহ তিনি সকালে ভারত থেকে দেশে ফিরেছেন। কিন্তু হরতালের কারণে বাড়ি ফিরতে পারছেন না। এতে অবর্ণনীয় দুর্ভোগে পড়েছেন বলে অভিযোগ করেন তিনি।
পরিবার নিয়ে বাংলাদেশ বেড়াতে এসে আটকে পড়া ভারতের পুলিয়া রানাঘাটের বিজন পাল বলেন, “প্রথমবারের মতো বাংলাদেশ সফরে এসে অবর্ণনীয় দুর্ভোগের মধ্যে পরিবার নিয়ে আমরা এখানে আছি।


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।