আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তালা রামাতের কবিতা- ৪১

কসাইপুরে স্বাগতম শকুনেরা পালিয়েছে আগেই, কাকেরাও যাচ্ছে ভাগছে কুকুরও ঘোষণা হয়ে গেছে, এ শহর কেবল মানুষের, মানুষই ঠুকরে খাচ্ছে মানুষের মগজ কলিজা ও বিবেক অবলীলায় বত্রিশ টুকরো করে মানুষকে ডাকযোগে বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে মানুষ উঠোনে প্রিয়জনের নাড়ি ভুড়ি টানিয়ে সেখানে শুকাচ্ছে স্নেহ মমতার কোলবালিশ, বাড়িতে বাড়িতে ক্রমাগত বাড়ছে কসাই হবার একান্ত বাসানা, রাজপ্রসাদ থেকে শুরু করে নর্দমার অলিতে গলিতে রক্তের টাটকা ছোপ মানচিত্র বেয়ে বেয়ে মস্ত কসাইখানা যেন আজ এ দেশ যেখানে প্রেমিকার পদ্ম চোখ খুবলে রক্ত চাটছে প্রেমিকের প্রতারক জিভ, পিতার অবিশ্বাসের দোকানে বিক্রি হচ্ছে নবজাতকের পোড়া ঘ্রাণ রোস্ট আর তাদের মায়েরা তা খুবলে নিচ্ছে প্রণয়ের কাঁটাচামচের দূর্গন্ধে - বাতাস স্বয়ং নাকে চেপে আছে রুমাল অথচ সবাই অনাবিল হাসিখুশি, বন্ধুকে অবলীলায় কেটে খেলনা বানিয়ে বেলুন উড়াচ্ছে বন্ধু, হাসতে হাসতে ভাইয়ের হৃৎপিন্ড চিরে মুক্তো হাতাচ্ছে ভাই, সিন্দুকের তালা খুলতে বাবাকে পিটিয়ে চাবি বানাচ্ছে ছেলে, ছেলেকে জবাই করে মোরগককে খাওয়াচ্ছে মা, মায়ের স্তন কেটে নিতম্বের মাংস বাড়ছে মেয়ের, বাড়ছে এবং বাড়তে বাড়তে আব্বুর ঘোলা চোখের আংটায় ঝুলে আছে মাংসের দোকানে, ছড়াচ্ছে ঘ্রাণ আর ঘ্রাণে মানুষ মাংস আর মৃত্যুর কড়া ডাক মদের মত কড়া নেড়ে নেড়ে প্রকম্পিত করছে লোকালয়, আর্তনাদ ঠেকাতে ছাত্রীর মুখে শিশ্ন পুরে দিচ্ছে স্বরস্বতীর স্বামী, মানুষকে পিটিয়ে কুপিয়ে গ্রামে গঞ্জে চলছে বৃক্ষরোপন উৎসব, মুয়াজ্জিনের হাসিমাখা রক্তে হাবুডুবু খাওয়া শিশুর গোঙানীতে মুসল্লিরা খুঁজছে দলীয় প্রতীক, পিস্তলের ভেতরে ঢুকিয়ে মেধাবী শিক্ষার্থীদের নিংড়ানো হচ্ছে আখ মাড়াইয়ের উচ্চতর গবেষণায়, উচ্চফলনশীল ফসল ফলানোর নামে ক্ষেতে বোনা হচ্ছে ক্রসফায়ারের হাইব্রিড বীজ, পল্লী উন্নয়নের ল্যাম্পপোস্ট হয়ে মোড়ে মোড়ে নিভে আছে অষ্টাদশীর ক্ষত বিক্ষত লাশ, লাশের পর লাশ ফেলে ভরাট হচ্ছে নদী খাল বিল পতাকার লাল বৃত্ত সমস্ত কিছু লাশের অধিকারে, লাশ দিয়ে লাশ পেটাচ্ছে ধড় হীন হাত, পেট হীন মাথা, মাথা হীন পা- অন্ধের মত পালন করছে গায়েবি নির্দেশ নামা, স্কুলে স্কুলে পঠিত হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা কে হবে সেরা খুনি’র কলাকৌশল, ফাঁসিকাষ্ঠের খুনিও নেমেছে উন্মুক্ত অডিশনে, সকলের মুঠোর ভিতর বিবস্ত্র খুনের উন্মত্ত সঙ্গম, প্রকাশ্য দিবালোকে সময়কে চিরে ফেড়ে দেশেকে কেটে মর্গের বিছানা বানাচ্ছে কতিপয় সংকল্পধারী আদেশ, মানুষ আর মানুষ নেই তাই দল মত নির্বিশেষে ধাবমান আজ পাশবিক প্রত্যয়ে- জানোয়ার পালিয়েছে তাতে কী আমরাই দেখিয়ে দেবো জানোয়ার কত প্রকার ও কী কী! ৩০/০৭/২০১১ সিডনি, অস্ট্রেলিয়া। . .

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।