আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তালা রামাতের কবিতা- ১৬



ফ্রস্টেড বাতিঘর বহু বছরের শোকবই যেনো সাগরের তট পিতার দীর্ঘশ্বাস- মড়া মাস্তুলগুলো প্রজন্ম থেকে প্রজন্ম ঘুরে ঝড় হয়ে আসে গেলো ঝড়ে ভেসে গেছে নীড় তাই পুরাতন নাবিকের শেষ পাখি উড়ে গেছে উত্তরীয় শীতে আর নিঁখোজ সংবাদের নুড়ি নুড়ি অশরীরীতে নির্বাক বাতিঘর স্রোতের গন্ধ নিয়ে অন্ধকারে একা- একাই, তার বালি বালি বন্দরে লোলুপ লন্ঠনেরা গুপ্তধনের নামে অশ্রুর অভিশাপ তোলে... ২২/০৯/০৮ মহাখালী, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।