আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তালা রামাতের কবিতা-১৪



কষ্টালজিয়া যখন যাকে আঁকড়ে ধরে বাঁচতে গেছি তখনই তার ভালোবাসায় খাদ পেয়েছি। বাঁচার খোঁপা খুলে দিয়ে মরতে যখন এলাম সে’বেলা তোর অবাক চিঠি পেলাম “ভালোবাসি” ভরাট নদী শুকিয়ে গেলে কোথায় দেবো ঝাঁপ এপার ওপার দু’পারেতেই ভালোবাসার তাপ। ১৮/০৮/২০০২ চানখারপুল, ঢাকা। ** কবিতাটি আমার প্রথম কাব্যগ্রন্থ কষ্টালজিয়া তে প্রকাশিত।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।