আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তালা রামাতের কবিতা- ১০



বৃষ্টিবেলায় সমান দূরে মাটি ও আকাশ ভেসে আছে সাধ,শূণ্যে- য্যানো মস্ত একটা জীবন আর নকশার নিত্য আঁকিবুকি চলন্ত অশরীরীর মতো আগুয়ান... দ্যাখা যাচ্ছে সিঁড়িগুলো পেচিয়ে পেচিয়ে নেমেছে নিচে আর উপরে আরো ওপরে ছুটে ছুটে ছুঁয়েছে তারা ছিদ্রের ছুরি আর খণ্ড খণ্ড ছায়া বিন্দু বিন্দু জলের মতো ঘিরে আছে মন্থর মন; এক সিদ্ধান্তহীন ঘর য্যানো ভাবনাক্লান্ত মেঘ সমান দূরে আহ্বান ও আলোড়ন নিয়ে তুমুল বৃষ্টির মাঝে অভিশপ্ত জমাট আর প্রত্যাখানের অবিরাম অনশন.... ০৮/০৯/০৮ মহাখালী, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।