আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তালা রামাতের কবিতা- ২১



রূপকথা-চুপকথা জলকেলী, ফিসফাস হাসির টুকটাক চুড়ি টুংটাং আর খুনসুটি- ফিকে অন্ধকারে রায়বাড়ির মেয়েরা বুঝি জলকন্যার দল দুধসাদা গালে ভরাট পূর্ণিমা য্যানো প্রতিমায় টানা চোখ নিঃশ্বাসে মখমল মিহি তারা ঝিকমিক ঠোঁটে এক ভিন জাগতিক ঘোর গল্পে গল্প রটে- ইস্ যদি একবার চাটুজ্জে হওয়া যেতো দখিনের লুকোচুরি আঙ্গিনায় তবে দেবী দর্শন হতো-সুস্মিতা রায় কল্পনায় কতোবার কতোবার বহুকাছে হাওয়ার হাহাকার হয়ে গ্যাছে... হৃদয়ের চুপে থাকা শান বাধা ইঁদারার সেই ঘাট মীর্জাবাড়িতে শুনশান বছরের পর বছর- শোনা যায় রায়ের মেয়েরা সব হাওড়ার ঘিঞ্জিতে থাকে হয়তো, হয়তো না- অপার রহস্য তারা আজও অবিরাম কৈশোরে অবিকল... ১৪/১০/০৮ মহাখালী, ঢাকা

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।