আমাদের কথা খুঁজে নিন

   

মূর্তালা রামাতের কবিতা



হোয়াইট হাউজ আপনার প্রাসাদের নিচে আনাচে কানাচে একের পর এক বিস্ফোরিত হচ্ছে গ্রাম আর বিটোফেন সুরে বিশ্বায়ন আড়তে জমা হচ্ছে ক্ষুধা... পুড়ছে সীমান্ত, বীরোচিত সন্তানের মুখ ধোঁয়ার জলের মতো বইছে যেনো সর্বস্ব হারানো নদী আর সাহসী সম্পর্কগুলো পাষণ্ড ব্যাংকের বাহুল্য ভল্ট... বাড়ছে, শান্তিপ্রিয় ঘুমগুলো ঘুমহীন জুয়ার আসর স্বার্থান্বেষী শুয়োরের মতো নবজাত অপরাহ্ণে ছড়িয়ে যাচ্ছে পরাশক্তির বারূদ আর পরস্পরের কাছে অসংগত হয়ে যাচ্ছে হৃদয়... ভাঙ্গছে, রিজার্ভ বলতে আছে সারি সারি শারীরিক বিলবোর্ড রাজপ্রাসাদের ওপর, অগনিত হত্যাযজ্ঞের ভয় আর হাততালিগুলো উপহাসী উড়ন্ত ফড়িং যেনো অনাগত অত্যুৎসাহী উপবাস ... ২৬/০৪/০৮ রামপুরা, ঢাকা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।