আমাদের কথা খুঁজে নিন

   

ফিতা নেই--------------শালাদের গদাম

একটা আটপৌরে ঘরোয়া সাদামাঠা প্রেমের কবিতা লিখতে চাই ফিতার কথা শুনলেই দু'ধরণের ধারণা আসে। একটা হলো নিলাঞ্জনার লাল ফিতে---আর জেমস এর লেইস ফিতা লেইস--- আরো আছে-- এটা অবশ্য সকলে বুজবে না--বাংলা ছবির সেই স্বর্ণালী দিনগুলো যদি কারো স্মৃতিতে খোঁচা মার, তাহলে মনে পড়তে পারে-- ফিতা কাইটা দিমু হঠাৎ ফিতা নিয়ে এতো প‌্যাঁচাল পাড়ার কারণ আজ একটা সান্ধ্য পার্টির কারণে। পেশার কারণে নানা সময় অনেক জায়গায় যেতে হয়। ঢাকা ক্লাবেও অনেক গেছি। তবে আজকের মতো বেক্কল আগে হইনি ।

আগে হয়তো এমন ভাবে গেছি কিনা মনে পড়ছে না। গেলেও হয়তো এ সমস্যার মুখোমুখি হয়নি। ফতুয়া পড়েছিলাম সকালে। আর চেঞ্জ করার সময় পাইনি। তাই পায়ে যুতসই যা ছিল।

তাই পড়ে চলে গেলুম। ঢাকা ক্লাবে। দোত্লায় উঠতে যাব-- দাড়োয়ান বলে ভাই আপনি তো যেতে পারবেন না--আমি ভাবলুম হয়তো অনুমতি আছে কিনা তা জানতে চায় বা কই যাব তা জানালেই হবে। কিন্তু পরের কথা শুনে আমার আক্কেলগুড়ুম থেকে আক্কেল গেলার মতো আবস্থা । শালা কয়কি।

স্যার আপনার স্যান্ডেলের পেছনে ফিতা নাই। আপনি উপরে যেতে পারবেন না। X ফরহাদ মাজহারের ঘটনার পরও দেশের এ কুলাঙ্গারগুলোর শিক্ষা হয়নি। । পরে আমি আমার হোস্ট ভাইয়ের সহায়তায় রিসেপশন থেকে স্যান্ডেল পাল্টিয়ে তবে ঢুকতে পেরেছি।

এ কুলাঙ্গারগুলো কি নিজেরে লালন-নজরুলের আত্মীয় ভাবে না। না কি আজও ফিরিঙ্গিদের উত্তসুরী মনে করে-- । যে জন বঙ্গতে জন্মে হিংসে বঙ্গাচার-- পর ধর্ম আচারি ভাবে উঠলুম জাতে-- ধিক ধিক শতাধিক এ বংশ পরিচয়হীন দীন দরিদ্রকে ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.