আমাদের কথা খুঁজে নিন

   

বেড়াল ছানা, ভয় লাগে না?

দেখেছিলাম তাকে, মতিঝিলের ব্যস্ত সময় এ্যামিরিকান লাইফ ইন্সুরেন্স ভবনের পাশের রাস্তায় গত রাতের বৃষ্টির রেশ আকাশেও নাই বাতাসেও নাই খানিক পানি জমে আছে, পথের মাঝে না হলেও ভীড়ভাট্টা দারুন আছে, ব্যস্ততম এই দুপুরে, এই শহরে। নতুন নতুন হাটতে শেখা এই পথটা, কেমন করে কালো পিচের দীঘল কেশে, মানুষ গুলি হাজার দাঁতাল কেশ নিড়ানী। এসব ভিড়ে হঠাৎ দেখি টুকটুকে এক বেড়াল ছানা দু তিনদিনের। আমি দাঁড়াই একটু হাসি খানিক ভাবি, উদ্বিগ্ন। ফাস্ট মোশন এই নগর জীবন, ঠিক বেমানান। ওরে আমার ক্ষুধার্থ আর শীর্ণকায় বেড়াল শিশু - তুই যে আমার হোঁচট খেয়ে ছিলে যাওয়া - এই শহরের একটুকু সুখ! জল পান কর নিশ্চিন্তে, কি সুখ তোমার! তুলতুলে এক দু তিনদিনের বেড়াল ছানা। ওরে আমার বেড়াল ছানা এই শহরে ভয় লাগে না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.