আমাদের কথা খুঁজে নিন

   

গুষ্টি কিলাই তেল গ্যাস নিয়া আন্দোলনের, গুষ্টি কিলাই ধর্ষকের বিচার চাওয়ার...

মৃত্যুদন্ডাদেশপ্রাপ্ত আসামী ক্ষমা পেয়ে যাচ্ছে যেখানে, সেখানে এসব ছোটখাটো বিষয়ে সরকারের অহমিকা আমার কাছে এখন মূল্যহীন মনে হচ্ছে। না পাওয়ার এই দেশে, মৃত্যুদন্ডাদেশ মওকুফ বিষয়টা আমি তারপরও কিছুটা হালকাভাবে দেখছিলাম। ভাবছিলাম বেচারার বিচার যদি যাবজ্জীবন হয় তাও মন্দ কি? সরকার ক্ষমতায় আছে। এটুকু সুবিধা তো নিতেই পারে। কিন্তু একে একে যাবজ্জীবন গুলো যখন মওকুফ হচ্ছে আর না বলে পারলামনা।

থাক আর কি বলবো। সব কুত্তা। তারা না.. আমরা ধর্ষককে আশ্রয় দিল তারা... খুনিকে আশ্রয় দিল তারা... মিডিয়ার উপর খবরদারী করল তারা... গ্যাস প্রায় বিনাপয়সায় দিয়া দিল তারা.... বাঁধ নির্মানের অধিকার দিয়ে আসল তারা... বিনা পয়সায় আমার বাড়ির পাশের রাস্তা খান ট্রান্জিট দিয়ে আসলো তারা। তারা মহামানব... আমরা তো ভাই কুত্তা। লিমনের পা নষ্ট করার তাকে সন্ত্রাসী বানালো তারা... সেঞ্চুরী করার পর মানিককে বিদেশে স্কলারশীপ দিয়ে পাঠালো তারা... মহামানব তারা আমরা স্রফ কুত্তা।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।