আমাদের কথা খুঁজে নিন

   

গুষ্টি কিলাই ভালবাসার

আম্মু তুমি বাবুর সাথে এরকম করছ কেন !

গতকাল শিশুবিড়াল, আমার উদ্দেশে সামুতে একটি পোষ্ট দিয়েছিলো "ওগো আমার প্রিয় তুমি গলায় দড়ি দিও"
Click This Link

যে আমাকে লক্ষকরে এই পোষ্টটি দিয়েছে, সে আমার ৩জনের একজন, যাদের এই জীবনে ট্রুলি ভালোবেসে, যাদের আমি বিয়ে করতে চেয়েছি। এক এক করে শুরু করি।

১ম জন :
ঢাকা ভার্সিটির অ্যাপ্লাইড ফিজিক্সে ফার্স্ট পড়ার সময়ের, ডিপার্টমেন্টের সবচেয়ে হার্টথ্রব মেয়ে, (নামটি বললাম না), তাকে ১ম দশর্নে আমি এতটাই মুগ্ধ হয়েছিলাম, একটি ইয়ার ড্রপ করে তার সাথে চলে গিয়েছিলাম,আমার বেস্ট ফ্রেন্ড ছিলো, ও ক্লাসে না আসলে, আমিও যেতাম না, আমি না গেলে ও ক্লাসবাদ দিয়ে চলে যেত, তবে ততদিনে মুখে ওকে কিছু বলা হয়নি, একটি সময় সে আমার মুখ থেকে 'তাকে' ভালোবাসি, এটা শোনার জননে উতালা হয়ে গেলো, আমার ফ্রেন্ডরাও আমাকে গুতানো শুরু করলো, "এখনি বল, এখনি বল, নাইলে পরে পচতাবি, দেখিসনা ওর পিছুনে লাইন কতবড়",একটি সময় আমি ও দিলাম বলে, ওমা মেয়ে বলে কি ! "অপু, দেখ আমি তোকে ফ্রেন্ড হিসেবেই দেখি", আমি আর একটি কথাও বলি নাই, ঐদিন সারাদিন কেঁদেছিলাম, সাভাবিক হতে অনেকদিন লেগেছিলো, ১৫দিন যেতে না যেতেই ওর তরফ থেকে প্রোপজাল, সাথে সাথেই ওকে থামিয়ে দিয়েছিলাম, বললাম 'দেখ আর না', কারন ও আমাকে যে ফিরিয়ে দিয়েছিলো, আমি এক্সট্রিম লেভেলের শক্‌ড ছিলাম,আমি মেনেই নিতে পারিনি,ইগোতেও লেগেছিলো, আর এর আগে আমি বেশ কয়েকজন কে রিজেক্ট করে এসেছি [এখানে একটি কথা না বললেই নয়, মেয়েরা ভালো ছেলেদের লাইক করেনা, এদের রাফ এন টাফ ছেলেদেরই বেশী পছন্দ, আমার বেলায় সেটিই ঘটেছিলো], যাই হোক আমি একটি পযার্য়ে ওর সাথে দুরত্ব তৈরি করলাম। ভালো মেয়ে, আমি যা বলতাম, সব শুনতো, আমার আজও মিসট্রিয়াস লাগে, ও সেদিন কেন আমাকে ফিরিয়ে দিয়েছিলো, কারন যখন এমএস করি, তখন ওর এক এফসিপিএস করা ডমেস্টিক এনিমেলের সাথে বিয়ে হয়, বিয়ের আগে এসেছিলো, তখনও ইগোর কারনে ফিরিয়ে দিয়েছি, কিন্তু বিয়ের পরে বুঝেছি সে আসলে আমার কোথায় বাস করতো, আর আমি কি হারালাম !!! আমার ২য় জন, শিশুবিড়ালের উপর আসলে তার ঝালটাই পরেছে, একারনে তাকে খুব করে ইনসিস্ট করলাম সে যেন আমার হয়। ২য় জনের নিয়ে বলার আগে ৩য় জনের নিয়ে বলে নেই ।



৩য় জন :
উনি আমার এক ইয়ার উপরে পড়তো, এখন একটি ইউনিভার্সিটিতে পড়ায়,অসম্ভব রকমের পার্সনালিটি সম্পন্ন মেয়ে, তার মুখের কন্ঠ এত সুন্দর, শুনলে আমি কেন, যেকোন ছেলেই ফিদা হয়ে যাবে....কিছুদিন আগে তাকে ফেসবুকে জানালাম, আপু একটি মিনিংফুল রিলেশনে যাওয়া যায় কি না, সে হাও বলল না, না ও বলল না....দুইদিন পরদেখলাম সে তার আইডি ডিএকটিভ করে ফেলেছে.......এটা কি ধরনের কাজ হলো, আমারে ভালো না লাগলে আমারে শিশুবিড়ালের মত ব্লক করতেন ! মনে হয় ৩য় বারের মত রিজেক্ট খাইলাম ।

২য় জন :
শিশুবিড়াল :: পরিচয় ব্লগ করতে এসে, তার 'আমি খুব সাধারন একটা মানুষ। সাধারন হয়েই থাকতে চাই' তার এই হেডিং, আমি বোকার মত এটা মত বিশ্বাস করেছিলুম, পরেতো দেখলাম সে কি টাইপের সিম্পল মেয়ে! তার লেখা বা তার আঁকানো ছবি গুলোর ও আমি অনেক বড় ভক্ত, আর নি:সন্দেহে সে আমার সবচেয়ে ফেভারিট ব্লগার, তবে তার খুব বেশি প্রসংশা করা গেলো না, কারন এটি করলে, সে হয়তো আরেকটি ব্লগ লিখে বসবে, আমি রিপলাই দিতে পারবো না, কারন ইনসাল্লাহ সামু তে এটাই আমার শেষ ব্লগ। যেটি বলছিলাম, সামুতে এসে তার সাথে পরিচয়, আসলে ঐ সময় আমি খুব খুব হতাশ হয়েই সামুতে এসেছিলাম ভালো টাইম কাটানো জননে, তার কিছুদিন আগেই, ইয়ারলি ৩০হাজার ডলারের স্কলারশীপ, সাথে বছরে ২বার দেশে আসার ফ্রি রির্টান টিকিট, ২টা দেশে ফ্রি কনফারেন্সে যাওয়ার মত একটা সুযোগ হাত ছারা হয়ে যায় দেরি তে এমএস এর রেজাল্ট পাবলিশ হওয়ার কারনে....তার থেকেও বড় সুযোগ ছিলো, যার আনডারে পিএইসডি করার কথা ছিলো, উনি বেশ রিনাউন সায়েনটিস্ট, বাংলাদেশে এসেছিলো, আমার কাজ দেখে ইমপ্রেসড হয়েছিলো,......একজন রিচার্সারের কাছে এর থেকে বড় পাওয়া আর কিছু থাকতে পারে না [প্রসঙ্গত একটি কথা বলে রাখি, আমি একজন 'পাতি' রিচার্সার, কাজ করি সোলার সেল নিয়ে, এটই আমার সব, আমি এটিই খাই, এটই পরি] ....এমন একটি সুযোগ মিস হয়ে গেলো, সেই সাথে একটি বছরের জননে পিছিয়ে গেলাম,...হাতাশা যে কেন আসে, মনে হয় আপনারা বুঝতে পেরেছেন.........এই সময়ে শিশুবিড়ালের ভার্সুয়াল সঙ্গটি আমার অনেক ইজ দিয়েছে.....যাক কথা না বাড়াই, একসময় তাকেও প্রোপজাল দিলাম, বিয়ে করার, সে সরাসরি উরিয়ে দিলো...কিন্তু কেন যেন মনে হলো, একটু ইনসিস্ট করে দেখি, কারন আগেই বলেছি আমার ১ম জনের বেথা আমার ছিলো, আমি এটা বিড়ালের বেলায় করতে চাই নাই, আমি তাকে পাওয়ার জননে আমার সমস্ত পার্সনালিটি (একটি বলে রাখি, কেউ সিম্পলি কালো মুখ করলে আমি অপু তার ছায়া মারাই না, হোয়াটএভার হি/সি ইজ ! মেজাজ খারাপ হয়ে গেলে, মা-বাপ তো দুরের কথা আমার সুপারভাইজার কেও ছেড়ে কথা বলি না, বেয়াদপ হিসেবে আমার বেশ রেপুটেশন আছে !) বিসর্জন দিয়েছি, সে আমাকে এত এত বার ফিরিয়ে দিয়েছে, তার পর ও তার কাছে আবার গিয়েছি, বলেছি 'তুমি আমার হও'।
আমি জানি না, এর পরেও আবার তার কাছে যাওয়া হবে কি না ! আমার লেখার যে শিরোনাম "গুষ্টি কিলাই ভালবাসার" এটি আসলে তারই কথা, আমার না, আমার টি যদি বলি, তাহলে বলবো

"ভালোবেসে, সখী, নিভৃতে যতনে
আমার নামটি লিখো-তোমার
মনের মন্দিরে"
http://www.youtube.com/watch?v=goMv0rfa_m4

এখানে আমার রিজেক্ট খাওয়ার একটি ফিরিশ্তি, ভাই/আপুরা, আপনারা ভাইবেন না, আমি এই পেরেম-ভালোবাসা সেক্টরে একজন বিফল মানুষ, আসলে এই ফিল্ডে আমি খুব খুব সফল একজন মানুষ, কেলাস-ফোর থেকেই প্রোপজাল পাওয়া শুরু করেছি..... গুনতে হবে কতগুলো পাইছি, হুজুর হলে কি হপে, আমার সুরত কিন্তু খারাপ না
তয় একটি স্টাসিস্টিকস দিতে পারি, ডিপাটমেনটে আমার ইয়ারে ১৩ জন মেয়ের মাঝে মুটামুটি ৮জন বিভিন্ন সময়ে আমার প্রেমে পরেছে, জানাইছে বা বুজাইছে, আমিও খুড দক্ষতার ফিরিয়ে দিয়ে তয় মেয়েদের একটা খারাপ সভাব আছে, বা থাকতে হয়, সময় শেষ হয়ে গেলে অবলীলায় সবকিছু অস্বীকার করে বসে, এমন কি খারাপ বিহেব করতেও এদের বাধে না !

প্রেম ও কিন্তু করেছি করেছি ১৫-২০ দিনের জননে,....ফোর্থ ইয়ারে পড়ি, একদিন এক স্টুডেন্ট কে পড়ানোর সময় হঠাৎ এক ভদ্রমহিলার ফোন, বললো, 'তুমি অপু', জি বলার পর ঐ পাশ থেকে বলল, আমার মেয়ের সাথে কথা বলো...মেয়ে বললো, হেলু, আপনি কোথায় থাকেন ! আমি বললেম, 'চাঁন্দের দেশে থাকি'---বলে ফোন কেটে দিয়েছিলেম [গেছি টিউশনিতে, মা-বেটি মিলা ফাজলামি শুরি করেছে, কি করবো বলেন], পরে বুঝতে পেরেছিলেম, ঐ টা আমার মা-আর ঐ ভদ্রমহিলার চালাকি....যাই হোক দিন পনেরো কথা বলার পর বুঝলেম লক্ষন ভালো না, এই যুগের মেয়েরা যে কি চায়.....সেটা বুঝে বিদায় জানিয়েছিলেম...ঐ ডাক্তার এরপর বিরতিহীন ভাবে টানা দুই বছর ফোন দিয়ে গেছে.......ফিরেও তাকাই নাই, তয় মনে হয় অভিশাপ লাগছে! নাইলে আমার লাইফ কেন এমন হবে, যাকেই মনেপ্রানে ভালোবাসলাম, সেই আমারে ফিরিয়ে দিলো !!!

শেষ কথা :: সামুতে আমার অনেক অনেক ফেভারিট ব্লগার আছেন, শয়মা আমু, মেংগোপিপল, চেয়ারমেন সাহেব, ঘুড্ডির পাইলট.....এই রকম আরো অনেকেই আছেন, সবার নাম লিখতে পারলাম না,.....তবে একজনের নাম না বললেই নয়, সে দুষ্টু মেয়ে স্বর্ণা (এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা....আই লাভ ইউ বেবি).....আসলে শিশুবিড়ালের কারনে যে চলে যাতছি, বেপার টা তা নয়.....লাইফের হাইবার্নেশন শেষ হয়ে গেছে, আবার বেস্ততা শুরু হয়ে গেছে,... দোয়া করবেন আমার তরে, ভালো থাকবেন সবাই।



-----অপু কাউসার বিশ্বাস,
রিচার্স ফেলো, নেশনাল রিচাস সেন্টার, বিডি


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।